‘অপদার্থ CBI এটাও জানে না…’, নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরল মোড়! হাইকোর্টের রোষে এজেন্সি

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে বৃহস্পতিবারই ফের হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে পড়েছিলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। মুখ্যসচিবকে রীতিমতো তুলোধনা করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। তবে পরদিনই নিজের অবস্থান বদল করল কলকাতা হাইকোর্ট। এবার আদালতের ক্ষোভের মুখে CBI-র ভূমিকা।

সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে এতদিন কাঠগড়ায় ছিলেন রাজ্যের মুখ্যসচিব। তবে এবার বুমেরাং হয়ে পাল্টা সিবিআই এর বিরুদ্ধে উঠে এল অযোগ্যতার অভিযোগ। অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত ২ জনের নিয়োগকর্তা রাজ্যপাল। তাই এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না মুখ্যসচিব। তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর ক্ষেত্রে অনুমতি দেওয়ার এক্তিয়ারই নেই মুখ্যসচিবের।

শুক্রবার আদালতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান নিয়োগ মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান, অভিযুক্তদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগকর্তা রাজ্যপাল। তাদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিতে পারেন রাজ্যপাল আনন্দ বোস। এই বিষয়ে মুখ্যসচিবের কোন ভূমিকাই নেই। অপদার্থ সিবিআই এটাও জানে না কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে কার অনুমতি প্রয়োজন।

সুবীরেশের আইনজীবীর বক্তব্য শুনে তীব্র ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি বাগচি। সিবিআই এর উদ্দেশে বিচারপতি বলেন, আপনাদের কথা শুনে আদালত এতদিন মুখ্যসচিবকে কড়া কড়া মন্তব্য করছে। প্রসঙ্গত, আগেই রাজ্যের কাছে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়েছিল সিবিআই। জানুয়ারি মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত।

Calcutta High Court

আরও পড়ুন: আগামী দু’ঘন্টায় কালবৈশাখী দক্ষিণবঙ্গের ৬ জেলায়! ভিজবে কলকাতাও? আবহাওয়ার খবর

এরপর থেকে একাধিকবার মুখ্যসচিবকে এই নিয়ে পদক্ষেপ করতে নির্দেশ দিলেও কাজ হয়নি। আদালতের নির্দেশকে কোনও তোয়াক্কা না করে এখনও সেই বিষয়ে পদক্ষেপ করতে পারেন নি মুখ্যসচিব। যা নিয়ে বৃহস্পতিবারই হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পরেন তিনি। তুলোধোনা করা হয় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কেও। তবে পরদিনই হাইকোর্টের প্রশ্নবাণে বিদ্ধ সিবিআই। আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি। সেই দিন এই মামলা ঠিক কোন মোড় নেয় সেটাই দেখার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর