বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই যাত্রীদের জন্য বড় খবর দিল পূর্ব রেল (Eastern Railway)। ট্রেন যাত্রাকে আরও দ্রুত, সহজ এবং সময়মতো করতে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে চালু হচ্ছে পূর্ব রেলের নতুন টাইম টেবিল। এই নতুন সময়সূচির ফলে অনেক রুটে ট্রেনের যাত্রা সময় কমবে, বদলাবে লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়, আর যাত্রী পরিষেবায় আসবে স্পষ্ট উন্নতি।
পূর্ব রেলে (Eastern Railway) কেন আসছে নতুন টাইম টেবিল?
পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন চলাচলের ব্যবস্থায় উন্নতি এবং রুট আরও ভালোভাবে ব্যবহারের লক্ষ্যেই এই নতুন টাইম টেবিল আনা হয়েছে। ট্রেনের চলার পদ্ধতি আরও কার্যকর হওয়ায় অপারেশনাল সুবিধা বাড়বে। এর ফলে ভবিষ্যতে আরও বেশি ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে। রেল সূত্রে খবর, সারা বছর ধরে চলা নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামোগত উন্নয়নের ফলেই এই নতুন সময়সূচি চালু করা সম্ভব হয়েছে। ট্র্যাক ও সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণের ফলে যাত্রীরা আগের তুলনায় আরও দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন পরিষেবা পাবেন।
মেল, এক্সপ্রেস ও লোকাল, সব ট্রেনেই বদল
নতুন টাইম টেবিলে মেল ও এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেনের সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়েছে, কিছু ট্রেনের সময় বদলানো হয়েছে এবং কয়েকটি রুট সম্প্রসারণ করা হয়েছে।
লোকাল ট্রেন পরিষেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন
লোকাল ট্রেনের পরিষেবার ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী –
- হাওড়া–আরামবাগ–হাওড়া রুটের ছ’টি ইএমইউ লোকাল (৩৭৩৫৯, ৩৭৩৬৫, ৩৭৩৬৭, ৩৭৩৬৯, ৩৭৩৬০ ও ৩৭৩৬৬) এবার থেকে গোঘাট পর্যন্ত চলবে।
- হাওড়া–তারকেশ্বর–হাওড়া রুটের দুটি ইএমইউ লোকাল (৩৭৩৪১ ও ৩৭৩৫৪) গোঘাট পর্যন্ত যাবে।
- তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর রুটের চারটি ইএমইউ লোকাল (৩৭৩৮৫, ৩৭৩৯৬, ৩৭৩৯৮ ও ৩৭৩৮৬) সম্প্রসারিত হয়ে গোঘাট পর্যন্ত চলবে।
- শিয়ালদহ–রানাঘাট রুটের একটি ইএমইউ লোকাল (৩১৬৩৫) এবার থেকে শান্তিপুর পর্যন্ত চলবে।
- বি বি দি বাগ–ব্যারাকপুর রুটের একটি ইএমইউ লোকাল (৩০১১৩) এবং ব্যারাকপুর–শিয়ালদহ রুটের একটি ইএমইউ লোকাল (৩১২৪২) সম্প্রসারিত হয়ে কল্যাণী পর্যন্ত যাবে।
- যাত্রীদের সুবিধার জন্য বার্দ্ধমান–তিনপাহাড় রুটের দুটি মেমু ট্রেন (৬৩০৬৩ ও ৬৩০৬৪) এবার থেকে সাহিবগঞ্জ পর্যন্ত চলবে।
নতুন টাইম টেবিল অনুযায়ী –
- হাসনাবাদ–বারাসত–হাসনাবাদ ইএমইউ লোকাল (৩৩৩১৮/৩৩৩২১) এখন থেকে সপ্তাহে সাত দিন চলবে। আগে এই ট্রেন সপ্তাহে ছ’দিন চলত।
- শিয়ালদহ–ব্যারাকপুর–শিয়ালদহ ইএমইউ (৩১২২৩/৩১২৪২) এবং ব্যারাকপুর–বি বি ডি বাগ ইএমইউ (৩০১১৬/৩০১১৩) এখন থেকে সপ্তাহে ছ’দিন চলবে। আগে এই ট্রেনগুলি প্রতিদিন চলত।

আরও পড়ুনঃ ভোটাধিকার নিয়ে শঙ্কা! SIR-এ নাম বাদ পড়লে কী করবেন? জানালেন মমতা
কত ট্রেনের সময় বদলাচ্ছে?
রেল (Eastern Railway) কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাইম টেবিলে মোট ৪৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ২০৩টি ইএমইউ, মেমু, ডেমু ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি সংশোধন করা হয়েছে। সব মিলিয়ে, নতুন এই টাইম টেবিলের মাধ্যমে ইস্টার্ন রেলে যাত্রী পরিষেবায় গতি, সময়ানুবর্তিতা এবং কার্যকারিতার দিক থেকে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।












