বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকার বদল হলে চলতি প্রকল্পগুলির ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্ন ঘিরে দীর্ঘদিন ধরে রাজনৈতিক তরজা চলছে। সেই আবহেই কলকাতায় এসে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি জানালেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে এখন যে সমস্ত প্রকল্প চলছে, তার একটিও বন্ধ হবে না।
বিজেপি ক্ষমতায় এলে প্রকল্প বন্ধ নয়, বললেন অমিত শাহ (Amit Shah)
একদিনের কলকাতা সফরে সাংবাদিক বৈঠকে অমিত শাহ (Amit Shah) বলেন, বিজেপির সরকার গঠিত হলেও বর্তমান রাজ্য সরকার চালু করা কোনও প্রকল্প বন্ধ করা হবে না। তিনি জানান, “ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পরেও এখনকার সরকার যে সমস্ত প্রকল্প চালাচ্ছে, তার মধ্যে একটা স্কিমও বন্ধ হবে না।” পাশাপাশি তিনি জানান, বিজেপির নির্বাচনী ইস্তেহারে যে নতুন প্রকল্পগুলির কথা বলা হবে, সেগুলিও বাস্তবায়িত হবে। অমিত শাহের দাবি, গোটা দেশ জুড়েই বিজেপির এই ধরনের কাজের স্পষ্ট ট্র্যাক রেকর্ড রয়েছে।
তৃণমূলের বিরুদ্ধে অপ্রচারের অভিযোগ
সাংবাদিক বৈঠক থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী (Amit Shah)। তিনি দাবি করে বলেন, বিজেপি ক্ষমতায় এলে প্রকল্প বন্ধ হয়ে যাবে, এই ভয় দেখিয়ে রাজ্যে অপ্রচার চালাচ্ছে তৃণমূল। তবে সেই প্রচারকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
পাল্টা আক্রমণে তৃণমূল
অমিত শাহের (Amit Shah) এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয় উত্তেজনা। অমিত শাহের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা সুর চড়ায় তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “বাংলায় কেন্দ্রীয় সব প্রকল্পের টাকা কেন বন্ধ করে রাখা হয়েছে? এই টাকা তো বিজেপির নয়, এটা সাধারণ মানুষের, করদাতাদের টাকা।” জয়প্রকাশ মজুমদার আরও অভিযোগ তুলে বলেন, GST-র মাধ্যমে রাজ্য থেকে টাকা নিয়ে যাওয়া হলেও কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ আটকে রাখা হচ্ছে। তিনি বলেন, “হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অর্ডার দিলেও পশ্চিমবঙ্গকে খেতে দেব না, এই মানসিকতা নিয়ে বিজেপি ভোট চাইছে। গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে।”

আরও পড়ুনঃ ২০২৬-এর শুরুতেই চমক, পূর্ব রেলে বদলাচ্ছে বহু ট্রেনের সময় ও রুট, জানুন বিস্তারিত
সব মিলিয়ে এখন রাজ্যের প্রকল্প নিয়ে মুখোমুখি দাবিতে দাঁড়িয়ে রাজ্যের দুই রাজনৈতিক দল। একদিকে অমিত শাহ (Amit Shah) বলছেন বিজেপি ক্ষমতায় এলেও রাজ্যে চলা কোনও প্রকল্প বন্ধ হবে না, অন্যদিকে তৃণমূলের অভিযোগ কেন্দ্র সরকার রাজ্যের মানুষের টাকা আটকে রেখে রাজ্যের মানুষের সাথে বঞ্চনা করছে। এই মুখোমুখি দ্বন্দ্বে আগামী দিনের রাজ্যের প্রকল্প গুলির ভবিষ্যৎ কোন দিকে পৌঁছয় এখন সেটাই দেখার।।












