বাংলা হান্ট ডেস্ক: বছরের শেষ দিনে আরও একবার সোনার দামে মিলল স্বস্তি। যদিও সোনার দাম বর্তমানে ১ লাখের গণ্ডি পার করেছে। তবে চলতি সপ্তাহের শুরুর থেকে সোনার দাম (Gold Price) অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। দেখে নিন আজকের রেট।
বছরশেষে সোনায় চমক, কমল হলুদ ধাতুর দর! জানুন লেটেস্ট প্রাইস (Gold Price)
২০২৫ সালের জুলাই মাসের পর থেকে সোনার দাম ছিল আগুন ছোঁয়া। কারণ তখন হলুদ ধাতুর দাম এক লক্ষের গণ্ডি পার করেছিল। যার ফলে মধ্যবিত্তের কাছে সোনা কেনাহয়ে উঠেছিল কঠিন সাপেক্ষ। যদিও এই হলুদ ধাতুর দর বৃদ্ধি হওয়ার পিছনে ভূ-রাজনৈতিক উত্তেজনা। তবে এই ভূ-রাজনৈতিক উত্তেজনা স্থগিত হওয়ার ফলে সোনার দাম কিছুটা কমছে বলে মনে করছে জনসাধারণ। দেখে নিন বছরের শেষ দিনে কত হল হলুদ ধাতুর দর (Gold Price)।

আরও পড়ুন: ২০২৫ সালে ইন্টারনেট কাঁপিয়েছে কোন কোন বিষয়? Google সার্চে শীর্ষে কী কী—রইল সম্পূর্ণ তালিকা
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২৮৬০টাকা (-৪৭০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২৮৬০০টাকা (-৪৭০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৫৩০টাকা (-৪৯৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৩৫৩০০টাকা (-৪৯৫০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৩৪৬৫টাকা (-৪৯০)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৩৪৬৫০টাকা (-৪৯০০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৫১৫(-১১২৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৫১৫০(-১১২৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৫০৫ টাকা (-১১২৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৫০৫০টাকা (-১১২৫০)।
বছর শেষে সোনার দাম (Gold Price) কমায় ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতেও সোনা ও রূপার দাম ওঠানামা করতে থাকবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, এখন যারা সোনা কিনেছেন তাদের চিন্তা করার কোন দরকার নেই। কিন্তু পরে যারা সোনার কিনবেন তাদের পকেটে কিছুটা হলেও চাপ বাড়বে।












