বাংলা হান্ট ডেস্ক: এবার থেকে গাড়ি নিয়ে বেরোলে সাবধান। কারণ রাস্তায় নিজের গাড়ি ছাড়া আত্মীয় অথবা বন্ধুর গাড়ি নিয়ে বেরোলে পড়তে পারেন আইনে জটিলতা। বিশেষ করে ট্রাফিক পুলিশ চেকিং এর সময় যদি দেখে গাড়ির মালিক গাড়িতে উপস্থিত নেই এবং গাড়ির চালকের নামের সঙ্গে মালিকের নামের মিল নেই তাহলে বড় অংকের জরিমানা হতে পারে। আর এই সমস্যার থেকে রেহাই পাওয়ার জন্য প্রয়োজন ড্রাইভার অথরাইজেশন লেটার (Driver Authorization Letter)। তবে এই লেটার পাওয়া এখন আরও সহজ। কারণ 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে এই গুরুত্বপূর্ণ নথিটি আপনি তৈরি করতে পারবেন।
অন্যের গাড়ি চালালে পুলিশ ধরবে? জানুন নতুন নিয়ম (Driver Authorization Letter)
ড্রাইভার-অথরাইজেশন লেটার (Driver Authorization Letter) এবার আপনি অনলাইনের মাধ্যমে এই নথি তৈরি করতে পারবেন। সাধারণত ট্রাফিক আইন অনুযায়ী গাড়ির মালিকের অনুপস্থিতিতে অন্য কেউ গাড়ি চালালে তার কাছে মালিকের দেওয়া বৈধ অনুমতি পত্র থাকা একান্তই প্রয়োজন। কারণ আপনার কাছে সেই বৈধ পরিচয় পত্র না থাকলে রাস্তায় পুলিশ ধরবে। মালিক গাড়িতে না থাকলেও পুলিশ ধরে নিয়ে যেতে পারে আপনাকে।

অথবা ধরে নেওয়া হবে ওই গাড়িটি চুরি করা বা অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে ড্রাইভার অথরাইজেশন লেটার আপনার রক্ষাকবচ হিসেবে কাজ করবে। কারণ এটি হল একটি অফিসিয়াল অনুমতি পত্র। যার মাধ্যমে গাড়ির মালিক বা অন্য কাউকে তার গাড়ি চালানোর আইনি অধিকার প্রদান করেন। যদিও আবেদন করার আগে কিছু মৌলিক তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র হাতের কাছে রাখা উচিত। এবার দেখে নিন কি কি লাগবে এটি আবেদন করার জন্য।
পোর্টালের নাম অনুমোদন (Anumodan) পোর্টাল
আবেদন ফি ১০০ টাকা
লেটারের বৈধতা ১ বছর
প্রয়োজনীয় নথি মালিকের আধার কার্ড, চালকের ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট সাইজ ছবি
অনলাইনে আবেদন করার ধাপে ধাপে পদ্ধতি:
প্রথমে অনুমোদন https://anumodan.wb.gov.in/ পোর্টালে যেতে হবে। সেখানে ‘Register’ অপশনে ক্লিক করে গাড়ির আসল মালিকের আধার নম্বর দিয়ে ওটিপি (OTP) ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে প্রোফাইলটি রেজিস্টার করে নিন। তারপর রেজিস্ট্রেশন হয়ে গেলে মালিকের আধার ও ওটিপি দিয়ে লগইন করুন। ড্যাশবোর্ডে ‘Generate Driver Authorization Letter’ অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। আবার মালিকের আধার অথেনটিফিকেশন করলে নাম ও ঠিকানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
এরপর আপনার জেলার নাম নির্বাচন করুন। তারপর গাড়ির নম্বর দিয়ে ‘Get RC Details’-এ ক্লিক করলে গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বরের কিছু অংশ যাচাইয়ের জন্য দিতে হবে। এরপর যিনি গাড়ি চালাবেন, অর্থাৎ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নম্বর, নাম, ঠিকানা এবং জন্ম তারিখ নির্ভুলভাবে টাইপ করতে হবে।
এরপর চালকের একটি পাসপোর্ট সাইজ ছবি (JPG ফরম্যাটে, ৫০০ কেবির নিচে) আপলোড করতে হবে। এরপর সব তথ্য ভালো করে মিলিয়ে নিয়ে ‘Submit’ করুন। পাশাপাশি ১০০ টাকা ফি জমা দেওয়ার জন্য ‘Pay Rs 100’ বাটনে ক্লিক করুন। এরপর এসবিআই ই-পে বা গ্রিপস গেটওয়ে ব্যবহার করে ইউপিআই কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট করা যাবে (Driver Authorization Letter)।












