KKR-এ খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান? মিলল বড় আপডেট

Published on:

Published on:

Can Mustafizur Rahman play for Kolkata Knight Riders?
Follow

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর আগে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে নিলামের পর্ব। যেখানে KKR (Kolkata Knight Riders) বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটি টাকার বিশাল মূল্যে কিনেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিশাল দামের পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর IPL-এর ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। এছাড়াও, তিনিই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি টানা ৫ টি IPL মরশুম খেলবেন। তবে, মুস্তাফিজুরকে KKR কেনার পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ভক্তদের একাংশের পাশাপাশি কিছু রাজনৈতিক ব্যক্তিত্বও KKR-এর সমালোচনা করছেন। কারণ, বর্তমানে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনা বিরাজমান। এই আবহেই মুস্তাফিজুর রহমানের IPL-এ অংশগ্রহণ করার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

মুস্তাফিজুর রহমান কী ২০২৬ সালের IPL-এ KKR (Kolkata Knight Riders)-এ খেলবেন?

জানিয়ে রাখি যে, ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং হিংসাত্মক ঘটনা বেড়েছে। ভারত সরকারের নির্দেশ মেনে, BCCI ২০২৫ সালে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে, মুস্তাফিজুরের KKR-এ প্রবেশ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এদিকে, IPL-এর গত নিলামে সকল বাংলাদেশি খেলোয়াড়কে উপেক্ষা করা হয়েছিল। কিন্তু এবার KKR বড় পদক্ষেপ নিয়ে মুস্তাফিজুরকে কিনেছে। এছাড়াও, BCCI স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশি খেলোয়াড়দের ওপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না।

Can Mustafizur Rahman play for Kolkata Knight Riders?

ইনসাইডস্পোর্টের এক রিপোর্ট অনুসারে, BCCI-এর মধ্যে একজন উচ্চ আধিকারিক জানিয়েছেন যে এটা বুঝতে হবে যে সামগ্রিক বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাঁর মতে, ‘আমরা ক্রমবর্ধমান কূটনৈতিক পরিস্থিতির বিষয়ে সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি এবং আমরা এমন কিছু জানতে পারিনি যা আমাদের বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করতে বাধ্য করবে। তাই, হ্যাঁ, মুস্তাফিজুর আইপিএলে খেলবেন।’

আরও পড়ুন: ভারতকে ঘিরে ফেলতে এই ৪ দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় চিন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

মুস্তাফিজুর রহমানের IPL কেরিয়ার: উল্লেখ্য যে, মুস্তাফিজুর রহমান IPL-এ দিল্লি থেকে শুরু করে চেন্নাই, রাজস্থান রয়্যালস, মুম্বাই এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে IPL-এ খেলেছেন। তাঁর কাটার বোলিং এবং ডেথ ওভারে দক্ষতা সবসময়ই দলের জন্য উপকারী। IPL-এ মুস্তাফিজুর ৬০ ম্যাচে ৬৫ টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: মাত্র ৪ মাসেই ৬০০ শতাংশের বৃদ্ধি! এই কন্ডোম প্রস্তুতকারী সংস্থার স্টকে রকেটের গতি

জানিয়ে রাখি যে, এই বাংলাদেশি ফাস্ট বোলার ১২৬ টি T20 আন্তর্জাতিক ম্যাচে ১৫৮ টি উইকেট নিয়েছেন। গত মরশুমে মুস্তাফিজুর দিল্লি ক্যাপিটালসের হয়ে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে খেলেছিলেন। এমতাবস্থায়, আগামী মরশুমে KKR-এর সঙ্গে তাঁর সফর কেমন হয় তা সময়ই বলবে।