বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের জন্য সুখবর। সরকারি কর্মচারীদের (Government Employees) বিদেশ সফর নিয়ে নয়া নির্দেশিকা জারি কর হয়েছে রাজ্য সরকারের (Government of West Bengal) অর্থ দপ্তরের তরফে। সেখানে দীর্ঘদিন ধরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণের ক্ষেত্রে লিভ ট্রাভেল কনসেশন (LTC) সংক্রান্ত যে জটিলতা ছিল, তা দূর করা হয়েছে।
নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কর্মচারীরা আন্দামান ভ্রমণে বিমানে যাতায়াত করলে তার পুরো ভাড়াই রাজ্য সরকার ফেরত দেবে। ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। কি বলছে নতুন নিয়ম? জেনে নিন।
সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম | Government Employees
নয়া নিয়ম অনুসারে, যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এলটিসি (LTC)-র সুবিধা নিয়ে ঘুরতে যাবেন তাঁরা এখন থেকে ইকোনমি ক্লাসে বিমানে যাতায়াত করতে পারবেন। এবং বিমানে যাতায়াতের ক্ষেত্রে টিকিটের প্রকৃত মূল্যই দাবি করতে পারবেন। রাজ্য সরকার তা প্রদান করবে। তবে এর জন্য কিছু নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে কর্মীদের।
শর্তাবলী
সংশ্লিষ্ট কর্মচারীকে তাঁর কর্মস্থল বা হেডকোয়ার্টার্সের নিকটবর্তী এ দেশের কোনো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতে হবে। যাত্রাটি করতে হবে ‘ন্যাশনাল ক্যারিয়ার’ অথবা ভারতীয় বেসরকারি এয়ারলাইন্সের মাধ্যমে, যাদের শ্রী বিজয় পুরম (পূর্বতন পোর্ট ব্লেয়ার)-এ সরাসরি বিমান পরিষেবা রয়েছে।
টিকিট বুকিং-এর ক্ষেত্রেও নিয়ম মানতে হবে। কোনো থার্ড-পার্টি অ্যাপ বা এজেন্টের মাধ্যমে নয়, বিমানের টিকিট সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বুকিং কাউন্টার অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বুক করা ভালো। এছাড়া রিইম্বার্সমেন্ট হিসেবে যে অর্থ পাওয়া যাবে, তা টিকিটে প্রকৃত উল্লেখ করা বিমান ভাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

আরও পড়ুন: পাহাড়ে তুষারপাত, দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঠান্ডা? আজকের আবহাওয়ার খবর
পুরোনো নিয়ম কি ছিল?
এতদিন পর্যন্ত ২০০৫ সালের নিয়ম বলবৎ ছিল। যার আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি ১০ বছরের ব্লকে একবার শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া পরিচালিত জাহাজে করে আন্দামান যাওয়ার জন্য এলটিসি মিলত। তবে জাহাজে ভ্রমণ অনেকের কাছেই অসুবিধাজনক। ফলে বিমানে যাতায়াত বেছে নিচ্ছিলেন সরকারি কর্মীরা। বিমানের ক্ষেত্রেও ভাড়ার রিইম্বার্সমেন্ট বা প্রতিদান পাওয়া যেত, তবে জাহাজের ভাড়ার সমতুল্য অর্থ। এবার থেকে টিকিটের প্রকৃত মূল্যই দাবি করতে পারবেন সরকারি কর্মীরা। অর্থ দপ্তরের এই সিদ্ধান্তে খুশিতে ভাসছেন সরকারি কর্মীরা।












