১৮ বছর পর ইতিহাস! কলকাতায় ১১ ডিগ্ৰির ঘরে পারদ, জানুয়ারির শুরুতেই রেকর্ড ঠান্ডা

Published on:

Published on:

Weather Update the new year brings bone-chilling cold with record low temperatures in kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেও ঝোড়ো ব্যাটিং করছে শীত। এমনকি এক ধাক্কায় পারদ পতন হয়েছে কলকাতায় অনেকটাই (Weather Update)। এছাড়াও, আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে ১৮ বছর পর বর্ষবরণে রেকর্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আজ কলকাতার তাপমাত্রা রয়েছে ১১.৬ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম।

নতুন বছরে হাড়কাঁপানো ঠান্ডা, কলকাতায় রেকর্ড শীত (Weather Update)

নতুন বছরের প্রথম দিনই কনকনে ঠান্ডায় জুবুথবু বঙ্গবাসী। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রির কাছাকাছি। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে, ১৮ বছর পর রেকর্ড শীত পড়েছে নতুন বছরের প্রথম দিনে। কলকাতায় শীতলতম বর্ষবরণ হয়েছে এ বছর। যদিও এর আগে গত ২০০৮ সালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রী সেলসিয়াস (Weather Update)।

Weather Update the new year brings bone-chilling cold with record low temperatures in kolkata

আরও পড়ুন: কচি পাঁঠার ঝোল রান্না করবেন? বাজারে কোন মাংস টাটকা বুঝবেন কীভাবে

আবহাওয়াবিদদের মতে ৫ জানুয়ারি থেকে আবহাওয়ার কিছুটা বদল শুরু হবে। উত্তরের হাওয়ার জোর বাড়লে তাপমাত্রা আরও দ্রুতগতিতে নামতে শুরু করবে। পাশাপাশি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজ্যে সব জেলাতে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বিশেষ করে উত্তরবঙ্গের এবং পশ্চিমী জেলাগুলিতে এই শীতের দাপট বেশি থাকবে। এছাড়া দার্জিলিং এর তুষারপাত ও হালকা বৃষ্টি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একই সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পাশাপাশি সব জেলাতে ঘন কুয়াশার আস্তরণ থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০-১৯৯ মিটারে। প্রসঙ্গত,বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। এছাড়া বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ (Weather Update)।