স্পিডের রেকর্ড! ১৮০ কিলোমিটার গতিতে ছুটল বন্দে ভারত স্লিপার ট্রেন, ভিতরে কী হল জানুন

Published on:

Published on:

Vande Bharat setting a record in the speed test the sleeper train reached a speed of 180 km/h
Follow

বাংলা হান্ট ডেস্ক: সকল অপেক্ষার অবসান ঘটে শেষমেষ ছুটল বন্দেভারত স্লিপার ট্রেন (Vande Bharat)। রাজস্থান কোটা থেকে মধ্যপ্রদেশের নাগদা সেকশনে ট্রায়াল রানী ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটে নজির গড়লো এই ট্রেনটি। মঙ্গলবার সেই পরীক্ষার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সাফল্যের কথা জানিয়েছেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব।

স্পিড টেস্টে নজির, ১৮০ কিমি গতিতে বন্দে ভারত স্লিপারট্রেন (Vande Bharat)

বন্দে ভারত স্লিপারট্রেনের (Vande Bharat) ২৪ সেকেন্ডের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। ভিডিওটি শেয়ার করে লিখেছেন’রেলওয়ে নিরাপত্তা কমিশনার বন্দে ভারত স্লিপারের ট্রায়াল রান পরিদর্শন করেছেন। কোটা-নাগদা সেকশনে ট্রেনটি ১৮০ কিমি/ঘন্টা বেগে ছুটেছে। ‘ওয়াটার-টেস্ট’-এ এই নতুন প্রজন্মের ট্রেনটির প্রযুক্তিগত দক্ষতা প্রমাণিত হয়েছে।’

Vande Bharat setting a record in the speed test the sleeper train reached a speed of 180 km/h

আরও পড়ুন: ভিড়ের বাইরে পুরুলিয়ার আসল রূপ! তিলাইটাঁড়ে পাহাড়-ড্যাম আর অপূর্ব সূর্যাস্তের হাতছানি

এছাড়াও ওই ভিডিওটিতে মোবাইল স্ক্রিনে ট্রেনের গতি ১৮২ কিমি/ঘন্টা বেগে পৌঁছাতে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে, ট্রেনটি যখন ১৮২ কিমি স্পিডে ছুটছে, তখন একটার উপর আরেকটা গ্লাস রয়েছে। তবে সবথেকে অবাক করা বিষয় হল, সেই সময় কোনও গ্লাস থেকেই জল পড়ছে না। এর থেকে প্রমাণ হয়েছে উচ্চগতির মাঝেও ট্রেনটির স্থিতিশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষ কতটা উন্নত।

তাছাড়া বর্তমানে ভারতীয় রেলের চলাচল কারি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি নকশাগত সর্বোচ্চ ১৮০ কিমি হলেও বাস্তবিক অপারেট স্পিড ১৬০ কিমি। তবে রেলমন্ত্রকের ব্যাখা অনুযায়ী ট্রেনের গড় গতি নির্ভর করে লাইনের বাক ও মাঝপথের স্টপেজে ও রক্ষণাবেক্ষণের ওপর থাকে। পাশাপাশি আগামী দিনের দিকে তাকিয়ে রেলমন্ত্রক জানিয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন রাতে দীর্ঘ পথের যাত্রা কে বদলে দিয়েছে।

পাশাপাশি আরামদায়ক এসি স্লিপার কোচ ও উচ্চগতির মেলবন্ধনে দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য সময় সাশ্রয় হবে। এছাড়াও ব্যস্ত রুটগুলিতে ও পরবর্তী সময়ে ধাপে ধাপে সমস্ত রুটেই চালানো হবে এই ট্রেন (Vande Bharat)।