বাম এজেন্টকে মারধর! কলার ধরে টেনে হিঁচড়ে-ভুয়ো এজেন্টকে বের করলেন সেলিম, ধুন্ধুমার!

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) চলছে। ভোটগ্রহণ পর্ব চলছে বহরমপুর, মুর্শিদাবাদ সহ রাজ্যের পাঁচটি কেন্দ্রে। সকাল থেকেই ভোট সংক্রান্ত নানান খবর সংবাদমাধ্যমের পাতায় উঠে আসছে। এবার যেমন ভুয়ো এজেন্টকে কলার ধরে হিড়হিড় করে বুথ থেকে বের করে আনলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম (MD Salim)।

চব্বিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ (Murshidabad) কেন্দ্র থেকে সেলিমকে দাঁড় করানো হয়েছে। নাম ঘোষণার পর থেকেই এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেছেন তিনি। ভোটের দিন সকাল থেকেও বুথে বুথে ঘুরছেন এই দাপুটে রাজনীতিক। এর মাঝেই খবর আসে গোপীনাথপুরে ৩৬ নং বুথে ঝামেলা শুরু হয়েছে। সিপিএমের (CPM) এজেন্টকে মারধর করা হয়েছে বলে জানা যায়। সেই খবর কানে আসা মাত্রই সেখানে ছুটে যান সেলিম।

এরপর একাই একজন ভুয়ো এজেন্টকে কলার ধরে হিড়হিড় করে বাইরে বের করেন আনেন। এতদিন ভুয়ো ভোটারের কথা অনেকেই শুনেছেন! কিন্তু এবার ভুয়ো এজেন্টের অভিযোগ তুললেন মুর্শিদাবাদের বাম প্রার্থী।

আরও পড়ুনঃ ২৪ এ হবে বিধানসভা ভোট, রয়েছে ছোট্ট একটা শর্ত! শুভেন্দুর কথায় তোলপাড় রাজ্য

সেলিম বলেন, গোপীনাথপুরে ৩৬ নং বুথে সিপিএমের এজেন্ট ছিলেন মোস্তাক। তাঁকে গায়ে হাত তোলেন ওই ভুয়ো এজেন্ট। শুধু তাই নয়, বাম এজেন্টকে বুথের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছিল না বলেও অভিযোগ। এরপরেই সেখানে হাজির হন সেলিম। রীতিমতো রণমূর্তি ধারণ করে ভুয়ো এজেন্টকে বুথের বাইরে বের করে আনেন।

MD Salim fake agent

মুর্শিদাবাদের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী বলেন, ‘ফর্ম চুরি করে আমার এবং নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বুথে বসেছিলেন। তাঁদের গ্রেফতার করার কথা বলেছি। কিন্তু সেক্টর অফিসার গ্রেফতার করছেন না’। উল্লেখ্য, আজ মুর্শিদাবাদ ছাড়াও রাজ্যের আরও চারটি আসনে নির্বাচন রয়েছে। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, বহরমপুর এবং জঙ্গিপুরে নির্বাচন হচ্ছে আজ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর