বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের মধ্যেই উদ্দাম নাচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। নিজেই নিজের নাচের ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তারপর থেকেই হইহই শুরু হয়েছে নেটপাড়ায়। প্রধানমন্ত্রী যে মঞ্চভরা লোকের সামনে এমন উদ্দাম নাচ নাচতে পারেন সেকথা ভাবতেই পারছেন না কেউ। তবে মজার বিষয় হল, ভিডিওটি সত্যিকারের নয়। পুরো ভিডিওটিই AI দিয়ে তৈরী করা হয়েছে।
ভিডিওটি প্রথমে ভাইরাল হয় এথেয়িস্ট কৃষ্ণ নামের এক এক্স হ্যন্ডেল থেকে। পোস্টকর্তা যার ক্যাপশনে লিখেছিলেন, ‘এই ভিডিয়োটি পোস্ট করছি, কারণ, আমি জানি এর জন্য ‘ডিক্টেটর’ আমায় গ্রেফতার করবে না।’ সম্প্রতি এই ভিডিওটিই পুনরায় নিজের ওয়ালে শেয়ার করেছেন খোদ নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার ক্যাপশনে লিখেছেন বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
এইদিন নিজের এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে মোদী লেখেন, ‘আপনাদের সকলের মত আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি। ভরা ভোটের মরসুমে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দ দেয়।’ তারপর থেকেই সরগরম রাজ্য রাজনীতি। এখন ভাবছেন কী এমন হয়েছে যে এত হইচই? আসলে হইচই পড়ার মত ঘটনা ঘটেছে তো বটেই।
প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগেই ঐ একই ভিডিও এডিট করে তাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো হয়। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। যে ভিডিওর প্রেক্ষিতে এক এক্স ইউজারকে নোটিস দিয়েছে পুলিশ। বলা হয়েছে পরিচয় প্রকাশ্যে না আনলে কড়া ব্যবস্থা নেবে কলকাতা পুলিশ। তারপর থেকেই শুরু হয়েছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তুলনা।
Spot ‘THE DICTATOR’.
One tweet undid George Soros’s million dollar campaign. pic.twitter.com/c5Pj24irq1
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 7, 2024
বিষয়টি নজর এড়ায়নি বিজেপির আইটি সেল প্রধান অমিত মালভিয়ারও। এইদিন তিনি দুটি ভিডিও এবং কলকাতা পুলিশের পোস্ট ও নরেন্দ্র মোদীর পোস্টের একটি কোলাজ বানিয়ে তা পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। সেই সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্পট ‘দি ডিক্টেটর’। একটি টুইট জর্জ সোরোসের মিলিয়ন ডলারের প্রচারণা বাতিল করেছে।’ প্রসঙ্গত উল্লেখ্য, মোদীর যে ভিডিওটি শেয়ার হয়েছে সেটি আসলে মার্কিন র্যাপ সঙ্গীত শিল্পী লিল ইয়াচটির মঞ্চে প্রবেশ করার এক ভিডিও। ভিডিওটি প্রথম সামনে আসে ২০২২ সালের ২১ জুন। তারপর থেকেই বিশ্বের বহু গন্যমান্য ব্যক্তির ছবি দিয়ে মিম তৈরি করা হয়েছে। আর এবার সেই তালিকায় জুড়ল মোদী, মমতার নাম। যদিও মোদী বিষয়টিতে মজা পেলেও তৃণমূল নেত্রী বোধহয় একটু খচেই গেছেন।