বজায় থাকল ধারাবাহিকতা, পরস্পরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েই নতুন বছর শুরু করলেন রাজ-শুভশ্রী

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ২০২৫ কে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে কলকাতাও। টলি তারকাদের কেউ প্রিয়জনের সঙ্গে, কেউ বা পরিবারের সদস্যদের সঙ্গে স্বাগত জানিয়েছেন নতুন বছরকে। এই তালিকার শুরুতেই রয়েছে রাজ চক্রবর্তী (Raj-Subhashree) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম। প্রতি বছরের মতো প্রথা বজায় রেখেই এবারও তাঁরা নতুন বছর শুরু করলেন পরস্পরের ঠোঁট ঠোঁট ডুবিয়ে।

নতুন বছর উদযাপন করলেন রাজ শুভশ্রী (Raj-Subhashree)

নতুন বছর উদযাপন করতে বিদেশে পাড়ি দিয়েছেন রাজ শুভশ্রী। উৎসব মুখর লোকজন, আতশবাজির মাঝে একে অপরকে চুম্বন করেই নতুন বছর শুরু করলেন তাঁরা। সেই উদযাপনের ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার ২০২৬’।

Raj-Subhashree welcomed new year with kiss

সমালোচনাকে নো পাত্তা: পরস্পরকে চুম্বন করে নতুন বছর উদযাপন করা এখন প্রথায় পরিণত করে ফেলেছেন রাজ শুভশ্রী (Raj-Subhashree)। সোশ্যাল মিডিয়ায় ‘পিডিএ’ দেখাতে কখনোই লজ্জা পেতছ দেখা যায়নি তাঁদের। যদিও তাঁদের এই সব পোস্ট নিয়ে বিতর্ক কম হয়নি। নীতিপুলিশি, কটাক্ষের শিকার হয়েছেন ‘রাজশ্রী’ জুটি। কিন্তু নিন্দুকদের পাত্তা দেননি দুজনে।

 আরও পড়ুন : ২০২৫-এর ডিসেম্বরে উপচে পড়ল দেশের কোষাগার! GST আদায়ের পরিমাণে বিরাট বৃদ্ধি

শুভশ্রীর পাশে থেকেছেন রাজ: বরাবর প্রকাশ্যে শুভশ্রীর প্রশংসা করে এসেছেন রাজ। অভিনেত্রী শুভশ্রী এবং স্ত্রী শুভশ্রী দুজনেরই ঢালাও প্রশংসা করেছেন তিনি। এমনকি কিছুদিন আগে মেসির সঙ্গে ছবি তোলা বিতর্কেও স্ত্রীর হয়ে সরব হয়েছিলেন রাজ।

আরও পড়ুন : ভয়ঙ্কর বিপদে প্রথমেই মিলেছে সাহায্য! ভারতীয় যুদ্ধজাহাজকে সম্মান জানাল এই দেশ

প্রসঙ্গত, কেরিয়ারের দিক দিয়ে এই মুহূর্তে বেশ চর্চায় রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর আসন্ন ছবি ‘হোক কলরব’ নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা-বিতর্ক। কিন্তু কাজ এবং ব্যক্তিগত জীবন বরাবরই আলাদা করে রাখতে দেখা গিয়েছে রাজ শুভশ্রীকে। তাই বিতর্ককে পেছনে ফেলে আনন্দে মেতে উঠতে দেখা গেল তাঁদের।