বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে নতুন বছর। নতুন বছরে নতুন জিনিস কেনার ইচ্ছা হয় অনেকেই। স্মার্ট ফোনের দাম কমবে নতুন বছরে, এমনটাই ভেবে রেখেছেন অনেকে। কিন্তু জানলে অবাক হবেন, ২০২৬ এ স্মার্টফোনের (Smartphone) দাম বেড়ে দ্বিগুণ হয়ে যেতে পারে। কিন্তু কী কারণে হঠাৎ এই দাম বৃদ্ধির সম্ভাবনা?
কেন বাড়বে স্মার্টফোনের (Smartphone দাম?
ভারতে বিক্রি হওয়া স্মার্টফোনের একটি বড় অংশ স্যামসাং। এত দিন নিজেদের কারখানাতেই ব়্যাম তৈরি করে স্মার্টফোনে ব্যবহার করত এই সংস্থা। কিন্তু এবার থেকে আর তেমনটা হবে না। অর্থাৎ নিজেদের তৈরি ব়্যাম ডিভাইসে ব্যবহার করবে না বলে জানিয়েছে স্যামসাং।

এআই এর চাহিদা বাড়ছে: জানা যাচ্ছে, এআই এর মাত্রা ছাড়া উর্দ্ধগতির ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং (Smartphone। ভারত এবং ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় এআই এর ডেটা সেন্টার গড়ে উঠছে যেগুলি চালাতে দরকার ব়্যাম, প্রসেসর সহ স্টোরেজ ডিভাইসের। এই ডিভাইসগুলির চাহিদাও বাড়ছে প্রচুর।
আরও পড়ুন : বজায় থাকল ধারাবাহিকতা, পরস্পরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েই নতুন বছর শুরু করলেন রাজ-শুভশ্রী
দাম বাড়ছে ব়্যামের: আর কে না জানে, চাহিদা বাড়লেই পাল্লা দিয়ে বাড়ে দাম। ব়্যামের দাম বৃদ্ধির কারণেই এবার এই নয়া সিদ্ধান্ত স্যামসাং এর। ফোনের বদলে এবার খোলা বাজারে ব়্যাম বিক্রি করবে তারা। আসবে অধিক লাভ।
আরও পড়ুন : সাজার মেয়াদ শেষ! তবুও পাকিস্তানের জেলে বন্দি ১৬৭ জন ভারতীয়, বড় পদক্ষেপ নিল ভারত
অবশ্য এমনটা শুধু যে স্যামসাং এর ক্ষেত্রেই ঘটছে তা কিন্তু নয়। অন্যান্য স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলিও একই পরিস্থিতির সম্মুখীন। এর জেরেই নতুন বছরে স্মার্টফোনের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।












