বাংলা হান্ট ডেস্ক: একফোঁটা বৃষ্টির আশায় চাতক পাখির মত বসেছিল বঙ্গবাসী। কাঠফাটা গরমে কার্যত প্রাণ আইঢাই অবস্থা। তবে গত পরশু থেকেই মিলেছে স্বস্তি। কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ কার্যত মেঘলা। দমবন্ধকর অস্বস্তিকর পরিবেশ থেকে মিলেছে মুক্তি। হাওয়া অফিসের (Weather) পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও।
গতকাল জেলায় জেলায় ঝড়বৃষ্টির পর তাপমাত্রা কমেছে অনেকটাই। আবহাওয়া দফতর বলছে, দু’দিনের বৃষ্টিতে এক ধাক্কায় ১০ ডিগ্রি অবধি কমেছে তাপমাত্রা। তবে স্বস্তির বৃষ্টি এখনই শেষ নয়। আগামি শুক্রবার পর্যন্ত চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। সেই সাথে বইবে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন ভারতীয় মৌসম ভবন (India Meteorological Department)।
ইতিমধ্যেই গোটা দক্ষিণবঙ্গজুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে গোটা জেলাতেই বৃষ্টি হবে এমনটা নয়। হয়ত জেলার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। তবে শুক্রবার প্রবল ঝড় উঠতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, নদিয়ায়।
আরও পড়ুন:কোনও জেড প্লাস নিরাপত্তা নয়, স্কুটি চালিয়েই বৌকে নিয়ে বুথে অরিজিৎ! দিলেন ভোট
ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে শনিবারও। এইদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের সোম, মঙ্গল এবং বুধবারেও। তবে সেক্ষেত্রে ঝড়বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়বে কী না তা এখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুন:আম জনতার জন্য সুখবর! স্বস্তা হল পেট্রল-ডিজেল, জানুন আপনার শহরে রেট কত
হাওয়া অফিস বলছে, মূলত ঘূর্ণাবর্তের কারণেই নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। এই মুহূর্তে ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত। এই ঘূর্ণাবর্তের জেরেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টি নেমে এসেছে বঙ্গে।