অর্জুন গড়ে মোদীর সভা, তার আগেই যা হয়ে গেল… জেনেই ক্ষোভে ফেটে পড়ছেন সবাই!

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনে আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ১২ জগদ্দলের (Jagaddal) পেপার মিলের মাঠে সভা করার কথা আছে নরেন্দ্র মোদীর (Narendra Modi)। কিন্তু তার আগেই বিস্ফোরক অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)।

আগামী রবিবার পেপার মিলের মাঠে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কিন্তু তার আগেই একটি ট্র্যাক্টর মাঠ খুঁড়ে দিল। মাঠে যাওয়ার পর এই দৃশ্য দেখতে পান পুলিশ কমিশনার। তিনি ট্র্যাক্টরটিকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। অন্যদিকে মাঠ খুঁড়ে দেওয়ার খবর কানে আসতেই ঘটনাস্থলে পৌঁছন অর্জুন। তিনি দাবি করেন, মোদীর সভা পণ্ড করতেই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে ব্যারাকপুরের পদ্ম প্রার্থী (BJP) বলেন, ‘সিপির তত্ত্বাবধানেই এসব হয়েছে। এসব তৃণমূলের পুরসভা করেছে। পার্থ ভৌমিকের অঙ্গুলিহেলনে এসব হচ্ছে। প্রধানমন্ত্রীর সভাস্থলের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ। কিন্তু পুলিশ ঠুঁটো জগন্নাথ, কিছুই করবে না। আজ থেকে বিজেপির ছেলেরাই এই মাঠ পাহারার কাজ করবে’।

আরও পড়ুনঃ তৃণমূল ফেল! বাংলার এই আসনে ফের ফুটবে পদ্ম, তৃতীয় দফার ভোট হতেই ‘ফলাফল’ ঘোষণা মালব্যর

অন্যদিকে স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অবশ্য মাঠ খুঁড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ট্র্যাক্টর দিয়ে মাঠ সমান করার কাজ চলছিল। ওই এলাকায় যতগুলি মাঠ রয়েছে, সবগুলির সংস্কার এবং সৌন্দর্যায়ন করা হচ্ছে। ওই মাঠে রানিং ট্র্যাক বসানো হবে। সেই কারণে মাঠ সমান করার কাজ করা হচ্ছিল।

সোমনাথের কথায়, ‘মাটি খোঁড়া হচ্ছে না। মাঠের মাটিতে প্লাস্টিক মিশে আছে, ট্যাক্টর দিয়ে সেই প্লাস্টিক মাটি থেকে আলাদা করার কাজ করা হচ্ছিল। এরপর ঘাস বসানো হবে। রানিং ট্র্যাক বানানোর জন্য মাটির সমান করার কাজ করা হচ্ছে। এরপর রোলার চালানো হবে। ঘাসও বসবে’।

Tractor in Narendra Modi rally ground in Jagaddal

তৃণমূল বিধায়ক জানান, ওই মাঠে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হওয়ার কথা আছে সেই বিষয়ে তাঁর কাছে খবর ছিল না। সেই জন্যই কাজ করা হচ্ছিল। খবর পাওয়া মাত্রই কাজ বন্ধ করে মাঠ সমান করার চেষ্টা করছেন বলে জানান তিনি। অন্যদিকে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, এটা কোনও ঘটনা নয়।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর