২৭ লক্ষের শুধু গয়না! সুজাতা যেন সোনায় মোড়া! মোট কত সম্পত্তির মালকিন বিষ্ণুপুরের TMC প্রার্থী?

বাংলা হান্ট ডেস্কঃ উনিশের লোকসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে নিজের জান লড়িয়ে দিয়েছিলেন। সেই সুজাতা মণ্ডলকেই (Sujata Mondal) এবার বিষ্ণুপুর থেকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। মাঝেমধ্যেই অভিনব কায়দায় প্রচার করে সংবাদের শিরোনামে উঠে আসছেন তিনি। সম্প্রতি বাঁকুড়ার মাটিকে প্রণাম করে মনোনয়ন (Nomination) জমা দিয়েছেন সুজাতা । সেই সঙ্গেই বলেছেন, ‘ভোটে জেতালে নাচতে নাচতে আসব’। আজকের প্রতিবেদনে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর (Trinamool Congress) সম্পত্তির খতিয়ান তুলে ধরা হল।

লোকসভা নির্বাচনের আবহে নিয়ম মেনে হলফনামা জমা দিয়েছেন সুজাতা। বিষ্ণুপুরের (Bishnupur) তৃণমূল প্রার্থী জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে ৪ লক্ষ ৬৩ হাজার টাকা আয় করেছেন তিনি। গত পাঁচ বছরের নিরিখে বলা হলে অঙ্কটা ১৩ লক্ষ ৭০ হাজার ৯০ টাকা। হলফনামা জমা দেওয়ার সময় সুজাতার হতে ছিল নগদ ১৮ হাজার টাকা।

তৃণমূল (TMC) প্রার্থী হলফনামায় জানিয়েছেন, বিভিন্ন ইনভেস্টমেন্ট করেছেন তিনি। এর মধ্যে অন্যতম হল ৪ লক্ষের একটি জীবন বিমা। সেই সঙ্গেই জানা গিয়েছে, দু’টি গাড়িও রয়েছে সুজাতার। এর মধ্যে একটি চার চাকার এবং দ্বিতীয়টি দু’চাকার।

আরও পড়ুনঃ ভোট মিটতেই উত্তপ্ত মুর্শিদাবাদ! ছড়রা গুলিতে আহত শিশু সহ ৪ জন, অভিযুক্ত তৃণমূল!

হলফনামা অনুসারে, সুজাতার চার চাকা গাড়িটি সেকেন্ড হ্যান্ড। সেটির মূল্য ৩ লক্ষ ৮০ হাজার টাকা। এছাড়া তৃণমূল নেত্রীর একটি স্কুটিও রয়েছে। সেটির মূল্য ৫৫ হাজার টাকা। সেই সঙ্গেই তাঁর কাছে প্রায় ৪০০ গ্রাম সোনা রয়েছে। ২৫ এপ্রিল অবধি তার বর্তমান বাজারদর ২৬ লক্ষ ৫০ হাজার টাকা।

Sujata Mondal property and assets

বিনিয়োগ এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে সুজাতার মোট সম্পত্তির পরিমাণ ৯১ লক্ষ ৯৪ হাজার ৭৫৩ টাকা ৮২ পয়সা। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর হলফনামায় স্থাবর সম্পত্তির কোনও উল্লেখ নেই বলে খবর। একইসঙ্গে জানা গিয়েছে, সুজাতার নামে দু’টি মামলাও রয়েছে। এর মধ্যে একটি রয়েছে পুরুলিয়া জেলা আদালতের অধীনে এবং দ্বিতীয়টি রয়েছে দুর্গাপুর মহকুমা আদালতের অধীনে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর