নিয়োগ দুর্নীতিতে বহুদিন জেলবন্দি! এরই মাঝে ফের কপাল পুড়ল মানিকের, কী হল প্রাক্তন পর্ষদ সভাপতির?

বাংলা হান্ট ডেস্কঃ এবারেও মিললো না স্বস্তি। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) জামিনের আবেদন আর্জি ফিরল সেই কলকাতা হাইকোর্টেই। কিছুদিন আগে জামিনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। শুক্রবার মানিকের সেই আর্জি পুনরায় হাইকোর্টেই (Calcutta High Court) ফেরত পাঠাল সর্বোচ্চ আদালত।

জানা গিয়েছে এদিন সর্বোচ্চ আদালতে মানিক ভট্টাচার্যের আইনজীবী এমন কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছেন যা আগে কলকাতা হাইকোর্টে জমা পড়েনি। এই কারণেই মানিকের জামিন মামলা ফের উচ্চ আদালতে পাঠালেন বিচারক। মানিকের আইনজীবীকে সুপ্রিম কোর্টের নির্দেশ, সমস্ত নথি দিয়ে ফের নতুন করে কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করতে পারেন।

উল্লেখ্য, বাংলায় নিয়োগ দুর্নীতির সূত্র ধরে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের এই নেতা। মানিকের সূত্র ধরে পরে গ্রেফতার হন তার স্ত্রী এবং পুত্রও। গ্রেফতার করা হয়েছিল।

যদিও উপযুক্ত প্রমাণের অভাবে গত বছর অগাস্ট মাসেই জামিন পেয়ে যান শতরূপা ভট্টাচার্য। ‘কারও কাছ থেকে টাকা নিয়েছেন, প্রমাণ নেই ইডির কাছে’, এই তথ্যের ভিত্তিতেই মানিক পত্নীকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী সময়ে মানিক-পুত্র সৌভিক ভট্টাচার্য জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার আর্জিও মঞ্জুর করে শীর্ষ আদালত।

Supreme Court

আরও পড়ুন: গাড়ি বাড়ি কিসুই নেই! মাথায় ৩৬ লক্ষের ঋণ! অভিষেকের সম্পত্তির পরিমাণ শুনলে চোখে জল আসবে

চলতি বছর ফেব্রুয়ারী মাসে মানিক-পুত্রকে শর্তসাপেক্ষে জামিন দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথলের ডিভিশন বেঞ্চের নির্দেশে জামিন পান সৌভিক। তবে এখনও ঝুলেই রয়েছে মানিক ভট্টাচার্যের জামিন। এবার এই মামলা ফের কলকাতা হাইকোর্টে গেলে কোন মোড় নেয় সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর