বাংলাহান্ট ডেস্ক : ইউপিআই (User Payment Interface) পেমেন্টের মাধ্যমে আজকাল মোবাইলের মাধ্যমে অর্থ আদান-প্রদান করা যায় খুব সহজে। ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম ফসল এই ইউপিআই সিস্টেম। বন্ধুকে টাকা পাঠানো হোক কিংবা দোকান থেকে কেনাকাটার পর বিল মেটানো, সর্বক্ষেত্রেই আজকাল অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই।
ভারতে একাধিক ইউপিআই প্ল্যাটফর্ম থাকলেও, এক্ষেত্রে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে Phone Pe এবং Google Pay। ভারতের ইউপিআই বাজারের ৮০% দখল করে রেখেছে এই দুই সংস্থা। সূত্রের খবর, RBI (Reserve Bank of India) এবং NPCI যৌথভাবে একটি বৈঠক ডাকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট আরোপের বিষয়ে আলোচনার জন্য।
আরোও পড়ুন : বকখালি তো অনেক হল! এবার টুক করে চলে যান ‘নিউ বকখালি’, নতুন সি বিচ দেখলেই বলবেন ‘আহা’..
এই বৈঠকে অংশগ্রহণ করেছিল Phone Pe, Google Pay ও অন্যান্য ছোট ছোট ইউপিআই প্ল্যাটফর্মগুলি। এই বৈঠকে প্রস্তাব দিয়ে বলা হয়েছে কীভাবে প্রবীণ নাগরিকদের জন্য ইউপিআই ব্যবস্থা আরো সহজ করা যায় সেটি ভেবে দেখতে। অন্যদিকে, ইউপিআই প্রদানকারী সংস্থাগুলির চার্জ গ্রহণের বিষয়টিও আলোচনা হয় এই বৈঠকে।
আরোও পড়ুন : পাকা খবর! সরকার শুরু করছে নয়া যোজনা, রেশন কার্ড গ্রাহকরা এবার সবাই পাবেন এই দুর্দান্ত সুবিধা
বেশ কিছু ছোট ইউপিআই প্রদানকারী সংস্থা এই বৈঠকে প্রস্তাব করে যে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ফি ধার্য করা হোক বড় দোকানগুলির জন্য। যদিও ইউপিআই ব্যবহারের উপর চার্জ বসানোর প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে রিজার্ভ ব্যাংক। UPI (User Payment Interface) ব্যবহারের ক্ষেত্রে চার্জ বসানোর প্রসঙ্গ পূর্বেও উঠেছিল।
সেবারও আরবিআই-এর (Reserve Bank of India) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কোনও ধরনের চার্জ লাগু করা হবে না ইউপিআই পেমেন্টে। এবারও রিজার্ভ ব্যাংক স্পষ্ট ভাবে জানিয়ে দিল কোনও ধরনের চার্জ ধার্য হবে না ইউপিআই লেনদেনের ক্ষেত্রে। তাই নিশ্চিন্তে সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন ফোন পে, গুগল পে, মোবিকুইক, পেটিএম-এর মতো ইউপিআই প্ল্যাটফর্মগুলি।