বাংলাহান্ট ডেস্ক : আপনি কি চাকরি খুঁজছেন? তবে দশটা পাঁচটার সাধারণ চাকরি (Job) আপনার পছন্দ নয়? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দেশের জন্য কাজ করতে চান। এই ধরনের মানসিকতার ব্যক্তিদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force)।
বেশ কিছু শূন্য পদে নিয়োগ করতে চলেছে তারা। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। যারা জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনে রয়েছে দারুন কাজের খবর। বিএসএফের পক্ষ থেকে চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে। বিএসএফ নিয়োগ করতে চলেছে ইঞ্জিনিয়ার এবং লজিস্টিল অফিসার্স পদে।
আরোও পড়ুন: ববি দেওলকে ছাড়ুন তো! অনেক আগেই ‘জামাল কুদু’ নাচে ফাটিয়ে দিয়েছিলেন এই বলি নায়িকা! জানতেন?
ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র এয়ারক্র্যাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এবং সহকারী কমান্ড্যান্ট (লজিস্টিক) পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা দ্রুত আবেদন করুন। যারা ইচ্ছুক তাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in/-এ গিয়ে আবেদন জানাতে হবে।
আরোও পড়ুন : সিঙারা বেচতেন বাবা! প্রথম রোজগার ছিল ৫০ টাকা! আজ একটা গান গাইতেই নেন ১৫ লাখ! চেনেন গায়িকাকে?
প্রার্থীরা আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ করবে ইঞ্জিনিয়ার এবং লজিস্টিল অফিসার্স পদে। এখানে মোট শূন্য পদের সংখ্যা ১২ টি। ৩ জন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, ৭ জন সিনিয়র এয়ারক্র্যাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ও ২ জন সহকারী কমান্ড্যান্ট (লজিস্টিক) নিয়োগ করা হবে।
সর্বোচ্চ ৫২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদের জন্য। সিনিয়র এয়ারক্র্যাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৫০ বছর। অন্যদিকে, ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে এয়ারক্র্যাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে আবেদন করার জন্য।