বাংলাহান্ট ডেস্ক : 5G নিয়ে উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই চলে এল 6G। ভারতের বাজারে বর্তমানে টেলিকম অপারেটরগুলি 5G পরিষেবা বিস্তৃত করতে কাজ করছে। গোটা দেশে এখন মূলত 4 জি’র দাপট। তবে পাল্লা দিয়ে বাড়ছে 5G ব্যবহারকারীর সংখ্যা। রিলায়েন্স জিও, এয়ারটেলের মতো সংস্থাগুলি দেশের বিভিন্ন প্রান্তে 5G পরিষেবা চালু করে দিয়েছে।
তবে এসবের মধ্যেই 6G নিয়ে উঠে আসছে বড় খবর। আপনারা জানলে অবাক হবেন যে ইতিমধ্যেই বাজারে চলে এসেছে 6G! জানা যাচ্ছে, বিশ্বের প্রথম 6G ডিভাইস লঞ্চ করা হয়েছে। 6 জি’র স্পিড জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে। প্রোটোটাইপ মেশিন মূলত এটি। এর ইন্টারনেট স্পিড ১০০ জিবিপিএস। ইনডোর ও আউটডোর দু জায়গাতেই পরীক্ষা করা হয়েছে এটি।
আরোও পড়ুন : চা খাইয়েই মালামাল! মাসে রোজগার ৬ লাখ! অবাক হলেন? এই যুবকের কাহিনী শুনলে স্যালুট করবেন
এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কোন দেশ এই ডিভাইস লঞ্চ করেছে? যৌথভাবে জাপানের (Japan) টেলিকম কোম্পানি ডকোমো, এনটিটি করপোরেশন, এনইসি করপোরেশন ও ফুজিৎসু লাঞ্চ করেছে বিশ্বের প্রথম 6G প্রোটোটাইপ ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে গত ১১ ই এপ্রিল প্রথমবারের মতো পরীক্ষা করা হয় 6 জি’র স্পিড।
এই ডিভাইসটি ইনডোরে ১০০ জিবিপিএস ও আউটডোরে ৩০০ জিবিপিস স্পিড তুলতে সক্ষম হয়েছে। জানা যাচ্ছে, এই প্রযুক্তিতে ইন্টারনেট স্পিড অনেক বেশি থাকায় সম্ভব হবে রিয়েল-টাইম হলোগ্রাফিক যোগাযোগ। এছাড়াও ভার্চুয়াল ও মিক্সড রিয়েলিটির অভিজ্ঞতাও হবে দুর্দান্ত। তবে DOCOMO, NTT, NEC এবং Fujitsu জানিয়েছে, বাণিজ্যিকভাবে 6G পরিষেবা লঞ্চ হতে লাগতে পারে আরো কয়েক বছর।