‘এখন আই লাভ ইউ চলবে না…’, ভোটের মাঝেই একি বললেন শুভেন্দু! শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে ঘাটাল কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। এবার টলিউডের দুই নায়ক মুখোমুখি হচ্ছেন এখানে। একদিকে তৃণমূলের বাজি দেব (Dev), অন্যদিকে বিজেপি দাঁড় করিয়েছে হিরণকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর একাধিকবার দেবকে নিশানা করেছেন হিরণ। এবার সেই প্রসঙ্গে দেব বললেন, ‘যত বেশি আক্রমণ করবে, ততবেশি ভোটে জয়ী হব’। দেবের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ঘাটালের (Ghatal) পাশাপাশি রাজ্যের নানান কেন্দ্রে তৃণমূল (TMC) প্রার্থীদের হয়ে প্রচার করছেন দেব। মঙ্গলবার যেমন ঝাড়গ্রামের জোড়াফুল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে রোড শো করেন তিনি। সেখানে দাঁড়িয়েই দেব বলেন, ‘এবার তৃণমূল জিতবে। মানুষ নিজের রায় দিয়ে দিয়েছে। উনিশের লোকসভা ভোটের থেকে অনেক বেশি আসনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস’।

এদিকে ঘাটাল কেন্দ্রের টিকিট পাওয়ার পর একাধিকবার দেবকে আক্রমণ করেছেন হিরণ। কখনও গরু পাচার মামলা, কখনও আবার ঘাটালের উন্নয়ন নিয়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। দেবের অবশ্য দাবি, কোনও ইস্যু না থাকলে মানুষ ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটে। এবার গতকাল বললেন, যত বেশি নিশানা করা হবে, ততবেশি ভোট আসবে তৃণমূলের ঝুলিতে।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট, ভোটের মাঝেই জারি হল নয়া বিধি, প্রভাব পড়বে বেতনে

গতকাল ঝাড়গ্রামে দেবকে দেখার জন্য রীতিমতো উপচে পড়েছিল মানুষের ভিড়। সেই সঙ্গে তৃণমূল প্রার্থী বলেন, ‘ভালো মানুষের সঙ্গে সর্বদা ভালো মানুষ থাকে। ঘাটালে সারা দিনরাত ঝড়বৃষ্টির মধ্যে মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছেন, জেতানোর জন্য আমাদের ভালোবাসা দিচ্ছেন, তা নিয়ে কিছু বলার নেই। কেউ বলছেন ২ লক্ষে ভোটে জিতব, কেউ আবার বলছেন ৩ লক্ষ ভোটে জয়ী হব। মানুষকে মিথ্যে অভিযোগে ফাঁসানো যাবে না। মানুষকে এভাবে আটকানো যাবে না’।

Ghatal TMC candidate Dev says I don’t want to call Suvendu Adhikari a Gaddar

এদিকে দেবের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন শুভেন্দু। অভিনেতার কেরিয়ারের প্রথম হিট ছবির নাম নিয়ে বিজেপি বিধায়ক বলেন, ‘বিগত এক দশক ধরে ওখানকার সাংসদ সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন। ওই আই লাভ ইউ আর চলবে না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর