বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রো (Kolkata Metro) হল ভারতের প্রাচীনতম মেট্রো ব্যবস্থা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মেট্রো পরিষেবা আজ কলকাতার বুকে নিজের বিস্তৃতি আরো বাড়িয়েছে মেট্রো। এখন তো গঙ্গার নিচে দিয়ে ছুটছে মেট্রো। হাওড়া ময়দান পর্যন্ত চালু হওয়া এই মেট্রো বর্তমানে কলকাতা হাওড়া সহ আশেপাশের জেলাগুলির মানুষের কাছে ভরসার।
কলকাতা মেট্রোর মুকুটে এবার নয়া পালক। প্রাচীনতম সরকারি বিজ্ঞান ও কারিগরি জাদুঘর বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা এবার কলকাতা ও সংলগ্ন এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কলকাতা মেট্রোর ভূমিকাকে স্বীকৃতি দিল। আর এই স্বীকৃতির নিদর্শন স্বরূপ তাঁদের ট্রান্সপোর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে কলকাতা মেট্রোর ক্রমবিবর্তন।
আরোও পড়ুন : ভাইপোর প্রেমে পাগল কাকিমা! কাকু জানতেই ঘটে গেল রক্তারক্তি কাণ্ড, তুলকালাম বর্ধমানে
এই গ্যালারিতে বিশ্ব পরিবহন ব্যবস্থার ক্রমবিকাশ কে তুলে ধরা হয়েছে।। আগামী ১৮ ই মে থেকে এই গ্যালারি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। চাকার আবিষ্কার থেকে শুরু করে বিদ্যুৎ চালিত গাড়ি আবিষ্কার হওয়ার সম্পূর্ণ যাত্রা পথের গল্প বলবে বিভিন্ন ছবি ও মডেল। সেখানে স্থান ভাভে কলকাতা মেট্রো চল্লিশ বছরের পথ চলার কাহিনী।
আরোও পড়ুন : ৯৩% কাজ শেষ! সম্পূর্ণ হলেই বদলে যাবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের চেহারাটাই, ভোটের মধ্যেই বড় খবর
বিটি.আই.টি.এম- এর এই জাদুঘর ভবন একসময় সম্পত্তি ছিল বিখ্যাত ঠাকুর পরিবারের। ওই ভবনের একেবারে নিচের তলায় গ্যালারিটি তৈরি হয়েছে। নদীর নিচে দিয়ে কিভাবে মেট্রো চলাচল করে তা এক ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে দেখতে পাবেন আগত দর্শকরা। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের বিভিন্ন স্তর, ভূপৃষ্ঠের ওপরের স্তর এবং মেট্রোর যাতায়াত সহ সবটাই।
বিভিন্ন দুষ্প্রাপ্য এবং চিন্তা কর্ষক সামগ্রী দিয়ে সাজানো হবে এই গ্যালারি। গ্যালারি দেখে বেরিয়ে যাওয়ার সময় দর্শকরা দেখতে পাবেন মেট্রোর পুরোনো টিকিট এবং স্মার্ট কার্ড। পাশাপাশি গ্যালারির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে, সারা বিশ্বের কোন কোন দেশে মেট্রো চলে এবং সেই মেট্রো কবে থেকে চালু করা হয়েছিল।
এমন গ্যালারি বাস্তবায়িত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বি.আই.টি.এম-এর ডিরেক্টর শ্রী এস চৌধুরি। আগামীদিনে বি.আই.টি.এম-এর এই গ্যালারি কলকাতার অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্র হতে চলে চলেছে।