বাংলা হান্ট ডেস্ক:সম্প্রতি ‘ইন্ডিয়া টিভি’র বিখ্যাত অনুষ্ঠান ‘আপকি আদালত’ এ যোগী আদিত্যনাথ কে দেখা যায়। সেখানেই নানা রকম বিস্ফোরক মন্তব্য করেন যোগী।
যোগী বলেন,হিন্দুরা কোনোদিন হিংসা ছড়ায় না।ভারত হিন্দুদের দেশ,হিন্দুরা কখনই হিংসা ছড়ায় না।
যোগী আরও বলেন,উত্তরপ্রদেশে আড়াই বছরে সাড়ে চারশোর বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে,একটাও দাঙ্গা হিন্দুরা শুরু করেনি।
যোগী বলেন,আমেরিকা ঠিক যেমন ভাবে ওসামা বিন লাদেনকে নিশ্চিহ্ন করে দেয়,আতঙ্কবাদীদের সাথেও ঠিক একই ব্যাবহার করা উচিৎ।
অনুষ্ঠানটির উপস্থাপক রজত শর্মা যোগীকে বলেন,’যোগী এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন একজন হিন্দু খুন হলে ১০ জন মুসলিমের রক্ত বয়ে যাবে,এই কথার মধ্যে দিয়ে তিনি কি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন না?
প্রশ্নের উত্তরে যোগী বলেন,এই মন্তব্যটি করার সময় তার পারিপার্শ্বিক অবস্থা অন্য রকম ছিল।