থ্যাঁতলানো মাথা, আগ্রার মসজিদে মহিলার অর্ধনগ্ন দেহ! ধর্ষণের পর খুনের আশঙ্কা

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হল আগ্রার তাজমহল (Tajmahal)। এবার এই তাজমহল সংলগ্ন একটি মসজিদের (Mosque) বাইরে থেকেই উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয়হীন যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ (Woman Dead Body)। খুনির আঘাতে তাঁর মুখ বিকৃত হয়ে যাওয়ায় এখনও পর্যন্ত জানা যায়নি তাঁর পরিচয়ও।

রবিবারের এই ঘটনায় রীতিমতো  চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উত্তরপ্রদেশে। প্রকাশ্য দিনের আলোয় যুবতীর  মৃতদেহ উদ্ধারের ঘটনা প্রশ্ন তুলছে এলাকার নিরাপত্তা নিয়েও। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন।

জানা গিয়েছে তাজমহলের পূর্ব দিকের গেটের কাছে যে মসজিদ রয়েছে সেখানেই রবিবার বিকেল তিনটে নাগাদ নামাজ পড়তে আসা একদল স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ওই যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ। তারাই স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর ওই যুবতীকে কেউ বা কারা ধর্ষণ করে খুন করেছে। এখানেই শেষ নয়, হত্যাকারীরা এতটাই নিষ্টুর ছিলেন যে ওই যুবতীর যাতে মুখ না বোঝা যায় তাই কোন ভারী জিনিসের আঘাতে তার মুখটাও পর্যন্ত থেঁতলে দেওয়া হয়েছে। তাই এখনও পর্যন্ত ওই যুবতীর কোনও পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: রেকর্ড হল বয়ান! এবার আরও বিপাকে কমিশন, SSC মামলায় বিরাট আপডেট

এমনকি খুনের পর ওই যুবতীর দেহ মসজিদের মধ্যেই পুঁতে ফেলারও চেষ্টা করা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের  অনুমান ওই যুবতীর বয়স আনুমানিক ২২ বছর। সম্ভবত খুনি ওই যুবতীর পূর্ব পরিচিত ছিল। তাই পুরো পরিকল্পিত ভাবে ধর্ষণের উদ্দেশ্যেই সে যুবতীকে সেখানে নিয়ে এসেছিল।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। জানা যাচ্ছে, ওই তরুণীর দেহের একাধিক জায়গায় মিলেছে ক্ষতচিহ্ন। এদিন দেহ উদ্ধারের সময় তাঁর নিন্মাঙ্গে কোনও পোশাক ছিল না। তাঁর নিম্নাঙ্গের পোশাকও খুঁজে পায়নি পুলিশ। তবে ওই যুবতীর পরিচয় জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর