অবিশ্বাস্য! বাম দিকের হার্ট ছিল ডানদিকে! অতঃপর অস্ত্রোপচার! বেনজির কীর্তি কলকাতার হাসপাতালের

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে বহু বছর আগে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ‘পথের কাঁটা’ গল্পে এমন একটি উদাহরণ তুলে ধরেছিলেন। গল্পের সেই ঘটনাই যেন এবার বাস্তবে এসে ধরা দিল। এক বিরল অস্ত্রপচার করে অসাধ্য সাধন করলেন কলকাতার (Kolkata) চিকিৎসকেরা। বুকের ডান দিকে থাকা হৃদপিণ্ড বামদিকে স্থানান্তরিত করে প্রাণে বাঁচালেন বাংলাদেশের রোগীকে।

চিকিৎসার ভাষায় এর নাম DEXTOCARDIA।চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতি 10 লক্ষ মানুষের মধ্যে একজনের এই ধরনের অবস্থা হয়। এছাড়াও শরীরের অন্যান্য অঙ্গ যেমন লিভার তার প্লীহা নির্দিষ্ট অবস্থানের বিপরীতে থাকলে জটিলতা বেড়ে যায় আরো কয়েকগুণ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে SITUS INVERSUS।

আরোও পড়ুন : ঘুম উড়বে পাকিস্তান-চিনের! ভারতের হাতে যা জিনিস এল….এবার শুরু হবে আসল খেলা

আবার প্রতি 40 লাখ মানুষের মধ্যে একজনের এই দুই ধরনের অবস্থা একই সাথে হয়। বুধবার রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে এই রোগীর সফলভাবে অস্ত্রপচার হয়েছে। এই ধরনের অপারেশনে অনেকটাই বেশি থাকে ঝুঁকি। কারণ শুধু হৃদপিণ্ড নয়, শরীরের অন্যান্য অঙ্গও অবস্থিত বিপরীত দিকে। সেক্ষেত্রে অনেক সময় রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকে।

operation theatre

তবে এক্ষেত্রে কলকাতার চিকিৎসকেরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্রপচার করে প্রাণ বাঁচিয়েছেন এই রোগীর। তিন ঘন্টা পর এই রোগীর জ্ঞান ফিরলে দেখা যায় সফল হয়েছে অপারেশন। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে এই রোগী ভালো রয়েছেন। এই জটিল অপারেশন করে ফের একবার কলকাতার চিকিৎসকেরা সৃষ্টি করলেন ইতিহাস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর