বাংলা হান্ট ডেস্ক: এবার ফের নজির গড়লেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি (Gautam Adani)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) মোট সম্পদের পরিপ্রেক্ষিতে হারিয়ে আদানি এখন এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের (Bloomberg Billionaires Index) সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, আদানি এখন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় রয়েছেন ১১ তম স্থানে। পাশাপাশি, মুকেশ আম্বানি রয়েছেন ঠিক তারপরেই। অর্থাৎ ১২ নম্বর স্থানে। বর্তমানে, গৌতম আদানীর মোট সম্পদের পরিমাণ হল ১১১ বিলিয়ন ডলার। অপরদিকে, আম্বানির মোট সম্পদ হল ১০৯ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, মুকেশ আম্বানি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি: ব্লুমবার্গ ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, বার্নার্ড আর্নল্ট এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ হল ২০৭ বিলিয়ন ডলার। এদিকে, ২০৩ বিলিয়ন ডলার সম্পদের ওপর ভর করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক। পাশাপাশি, জেফ বেজোস তৃতীয় এবং মার্ক জুকেরবার্গ চতুর্থ স্থানে রয়েছেন। এরপর পঞ্চম থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে ল্যারি পেজ, বিল গেটস, সের্গেই ব্রিন, স্টিভ ভলমার, ওয়ারেন বাফেট ও ল্যারি এলিসন।
কিভাবে বাড়ল আদানির সম্পদ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গৌতম আদানির সম্পদ বৃদ্ধির কারণ হল আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে তুমুল বৃদ্ধি। আদানি গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ বেড়েছে ৮৪,১২২ কোটি টাকা। এমতাবস্থায়, গত শুক্রবার এই বিপুল বৃদ্ধির ওপর ভর করে গ্রুপের সম্মিলিত মার্কেট ক্যাপ পৌঁছে গিয়েছে ১৭.৮৮ লক্ষ কোটি টাকায়।
আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! চলতি মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা
আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার: আদানি টোটাল গ্যাসের শেয়ার ৮.৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে BSE-তে ১,০৩৯.১৫ টাকায় বন্ধ হয়েছে। আদানি পাওয়ারের শেয়ার ৮.৩৭ শতাংশ বেড়ে ৭৫৬.৬৫ টাকায় এবং এনডিটিভির শেয়ার ৭.৮০ শতাংশ বেড়ে ২৪৮ টাকায় বন্ধ হয়েছে। এছাড়াও, আদানি এন্টারপ্রাইজের শেয়ার ৬.৮৪ শতাংশ বেড়ে ৩,৪১১.৪৫ টাকা হয়েছে। গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজে ২৪,৮৯১.৯৩ কোটি টাকা যুক্ত করেছে। যার মার্কেট ক্যাপ পৌঁছে গিয়েছে ৩.৮৮ লক্ষ কোটি টাকায়।
আরও পড়ুন: একটা সময়ে ভারতে নেতাজির ছবি সহ ছাপা হত নোট! স্বীকৃতি দিয়েছিল এই দেশগুলি
এদিকে, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের (APSEZ) শেয়ার ৩.৯৩ শতাংশ বেড়ে ১,৪৩৭.৭০ টাকায় বন্ধ হয়েছে। APSEZ-এর মার্কেট ক্যাপ ১১,৭২৯.৫৬ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৩.১০ লক্ষ কোটি টাকা হয়েছে। এছাড়াও, আদানি উইলমার থেকে শুরু করে অম্বুজা সিমেন্ট, আদানি এনার্জি সলিউশন, আদানি গ্রিন এনার্জি এবং সাংঘি ইন্ডাস্ট্রিজের শেয়ারেও বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।