অন্ধ্রপ্রদেশে এগিয়ে TDP, ওড়িশায় ঝড় তুলল বিজেপি, দুই রাজ্যের বিধানসভায় দাপট NDA-র

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। লোকসভা নির্বাচনের (Loksabha Election) ভোট গণনা চলছে দেশ জুড়ে। এদিকে যখন লোকসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে সকলে সেখানে ওড়িশায় (Odisha) এবং অন্ধ্রপ্রদেশে চলছে বিধানসভারও ভোট গণনা (Bidhansava Election)।

শেষ ১০ টা ১৬ মিনিটের আপডেট অনুযায়ী, ওড়িশায় লিড বাড়িয়ে জয়ের দৌড়ে এগিয়ে বিজেপি। ৪৩টি আসনে এগিয়ে আছে বিজেপি। মাত্র ১৬টি আসনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেডি। কংগ্রেস এগিয়ে রয়েছে ছ’টি আসনে। দুটি আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা।

আরও পড়ুন: দেবাংশুকে টেক্কা দিয়ে তমলুকে এগিয়ে অভিজিৎ, রচনাকে পিছনে ফেললেন লকেট! রইল তাজা আপডেট

ওড়িশায় মোট বিধানসভা আসনের ১৪৭টি। নবীন পট্টনায়েকের নেতৃত্বে গতবারের বিধানসভা নির্বাচনে ১১২টি আসনে জিতেছিল বিজেডি। বিজেপির পেয়েছে ২৩টি আসন। তবে এবার ঘুরতে চলেছে খেলা। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে ১৭৫টি বিধানসভা আসনের ভোটগণনা হচ্ছে।

bjp flag

আরও পড়ুন: ঐতিহাসিক! প্রাথমিক ট্রেন্ডে বারাণসীতে পিছিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী রাজ্যেও BJP-র ধাক্কা

শেষ আপডেট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) এখনও পর্যন্ত টিডিপি ৭৮টি আসনে, ওয়াইএসআরসিপি ১৫টি আসনে, জনসেনা পার্টি ৯টি আসনে এবং বিজেপি ৩টি আসনে এগিয়ে রয়েছে। এবার শেষ পর্যন্ত দুই রাজ্যের বিধানসভায় কোন দল এগিয়ে বাজি যেতে সেটাই দেখার।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর