চব্বিশে বিরাট চমক! এবার কেরলে খাতা খুলতে চলেছে BJP! ত্রিপুরাতেও ধরাশায়ী বাম

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Election Result 2024) যেন সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে! বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছিল, বাংলা সহ গোটা দেশে ফের একবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। তবে গণনা শুরুর পর থেকে দেখা যাচ্ছে, জোর টক্কর দিচ্ছে INDIA জোট। বাংলায় বর্তমানে ৩১টি আসনে এগিয়ে রয়েছে শাসক দল TMC। তবে এর মাঝেই কেরল (Kerala) থেকে এল বিরাট খবর। এখানে বিরাট চমক দিচ্ছে গেরুয়া শিবির।

এবারের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে বাম দলগুলোর তরফ থেকে পুনরুত্থানের দাবি করা হয়েছিল। এমনকি বাংলাতেও ফের খাতা খোলার কথা শোনা গিয়েছিল। তবে বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র! এখনও অবধি নির্বাচন কমিশন থেকে পাওয়া আপডেট অনুসারে, কেরলে প্রথমবার খাতা খুলতে পারে BJP।

হ্যাঁ, ঠিকই দেখছেন। যদি সত্যি এমনটা হয়, তাহলে এবার কেরলে ইতিহাস রচিত হতে চলেছে। চমকপ্রদভাবে শেষ ট্রেন্ড অনুসারে, এখানে ২টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে সিপিএমও এগিয়ে রয়েছে ২টি আসনে। তবে ত্রিপুরায় বামেদের ঝুলি এখনও শূন্য!

আরও পড়ুনঃ রেখাকে তাড়া TMC-র! ‘রেজাল্ট বেরোলে বাড়ির সবাইকে পুড়িয়ে মারবে বলেছে’, বিস্ফোরক BJP প্রার্থী

ত্রিপুরার দু’টি আসনেই এগিয়ে রয়েছে BJP। অন্যদিকে গণনা শুরুর পরপর বাংলায় একটি কেন্দ্রে এগিয়ে ছিল বামেরা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমেই সেই আসনে পিছিয়ে পড়েছে তারা। ফলে এই রাজ্যে বর্তমানে বামেদের ঝুলি ফাঁকা। তাহলে কি এখনও বামেদের বিকল্প শক্তি হিসেবে ভাবতে পারছে না দেশবাসী? সমাজমাধ্যমে সক্রিয় হলেও, জনসংযোগে কি খামতি থেকে যাচ্ছে? উত্তর মিলবে সম্পূর্ণ ফলপ্রকাশের পর।

bjp flags

এদিকে পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, তাহলে শেষ ট্রেন্ড বলছে, রাজ্যের ৪২টি আসনের মধ্যে বর্তমানে ৩১টি আসনে এগিয়ে রয়েছে TMC। বুথ ফেরত সমীক্ষায় যে গেরুয়া ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, এখনও অবধি তা সেভাবে মেলেনি। উল্টে দেখা যাচ্ছে, ঘাসফুলের ধাক্কায় খানিক বেসামাল হয়ে পড়েছে পদ্ম। শেষ অবধি এক ধাক্কা কাটিয়ে উঠতে পারে কিনা সেটাই এবার দেখার।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর