শেয়ার মার্কেটে বিরাট পতন! মুহূর্তের মধ্যে ১০ লক্ষ কোটি টাকার ক্ষতি আদানির

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার শেয়ার বাজারে (Share Market) বিরাট পতন পরিলক্ষিত হয়েছে। যার ফলে প্রভাবিত হয়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) আদানি গ্রুপের (Adani Group) শেয়ারগুলিও। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মঙ্গলবার সামগ্রিকভাবে আদানি গ্রুপের শেয়ার ১৮ শতাংশ হ্রাস পেয়েছে। গত কয়েক ট্রেডিং সেশনে গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেলেও আজ ঠিক উল্টো চিত্র সামনে এসেছে। এমতাবস্থায়, আদানি গ্রুপের মার্কেট ক্যাপে ১০ লক্ষ কোটি টাকারও বেশি পতন ঘটেছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, শেষ ট্রেডিং সেশনে আদানি গ্রুপের শেয়ারের একটি শক্তিশালী বৃদ্ধি দেখা গিয়েছিল এবং সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছিল ১.৪ লক্ষ টাকা। যার ফলে ওই গ্রুপের তালিকাভুক্ত সংস্থাগুলির মোট মার্কেট ক্যাপ পৌঁছে গিয়েছিল প্রায় ২০ লক্ষ কোটি টাকায়। কিন্তু এবার সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা যাচ্ছে আদানি টোটাল গ্যাসে। এই কোম্পানির শেয়ার প্রায় ১৮ শতাংশ কমেছে। এর পাশাপাশি আদানি এনার্জি সলিউশনের শেয়ার ১২ শতাংশ ও আদানি পাওয়ারের শেয়ার ১০ শতাংশের বেশি কমেছে।

Gautam Adani suffered a loss of Rs 10 lakh crore due to the fall Share market.

এছাড়াও, আদানি গ্রিন এনার্জি এবং আদানি এন্টারপ্রাইজের শেয়ারে ৭ শতাংশের পতন পরিলক্ষিত হয়েছে। এদিকে, APSEZ (Adani Ports and Special Economic Zone Limited)-এর শেয়ারে ৮ শতাংশ পতন ঘটেছে। এছাড়াও, আদানি উইলমার ৮.৫ শতাংশ, অম্বুজা সিমেন্ট ৯.৬ শতাংশ, ACC ৯ শতাংশ এবং NDTV-র শেয়ারে ১২ শতাংশের পতন পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে ফলপ্রকাশের দিন রক্তাক্ত শেয়ার বাজার! ৫,০০০-এর বেশি নামল সেনসেক্স, মাথায় হাত বিনিয়োগকারীদের

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৪-এর মার্চ ত্রৈমাসিকে চমৎকার পারফরম্যান্সের পরে আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে একটি শক্তিশালী বৃদ্ধি ছিল। পাশাপাশি, এই গ্রুপের EBITDA বছরে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৪ অর্থবর্ষে ৬৬,০০০ কোটি টাকা হয়।

আরও পড়ুন: সব সীমা ছাড়িয়ে যাচ্ছে মলদ্বীপ! ভারতের পর এই দেশের সাথে শত্রুতা মুইজ্জুর, পেলেন হাতেনাতে জবাব

এমতাবস্থায়, আন্তর্জাতিক ব্রোকারেজ ফার্ম জেফরিস ইন্ডিয়া সম্প্রতি তার একটি নোটে জানিয়েছিল যে, “আদানি গ্রুপ আবার সম্প্রসারণ পরিকল্পনায় নিযুক্ত রয়েছে এবং আগামী দশকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে ৯০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে।” তবে, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই এই গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে বড়সড় পতন ঘটল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর