জানলে হবে না বিশ্বাস! ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার এই নজির গড়ল CRPF

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) বৃহত্তম আধাসামরিক বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ CRPF (Central Reserve Police Force)-এর ৮৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একটি বড় নজর ঘটল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার মোট ২,৬০০ বাবুর্চি (কুক) এবং জল বাহকের (ওয়াটার কেরিয়ারের) পদোন্নতি ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, CRPF ১৯৩৯ সালে গঠিত হয়েছিল এবং এতে এই দু’টি বিশেষ বিভাগের মোট ১২,২৫০ জন কর্মী রয়েছেন।

তাঁরা ওই বাহিনীর প্রায় ২.৩৫ লক্ষ পুরুষ ও মহিলা কর্মীদের জন্য রান্নাঘর, ক্যান্টিন এবং অন্যান্য প্রশাসনিক কাজগুলির বিস্তৃত নেটওয়ার্ক পরিচালনা করেন। এই প্রসঙ্গে তথ্য প্রদানের মাধ্যমে একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গত বুধবার এক নির্দেশের মাধ্যমে ১,৭০০ বাবুর্চি ও ৯০০ জন জল বাহককে তাঁদের কনস্টেবল পদ থেকে পদোন্নতির মাধ্যমে হেড কনস্টেবল হিসেবে নিয়োগ করা হয়েছে।

CRPF has set this precedent for the first time in its 85-year history.

“তাঁরা ৩০ থেকে ৩৫ বছর চাকরি করার পর একই পদ থেকে অবসর নিতেন”: প্রসঙ্গত উল্লেখ্য যে, CRPF-এর ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম এই দু’টি পদে কর্মরত কর্মীদের পদোন্নতি ঘটেছে। এই পদমর্যাদার কর্মীরা তাঁদের কর্মজীবনের শুরু থেকেই এই বাহিনীর অংশ ছিলেন। ওই আধিকারিক বলেছিলেন যে ২০১৬ সালে, যখন কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করেছিল, তখন তাঁদের বাবুর্চি এবং জল বাহকদের বিশেষ ক্যাডার হিসাবে নামকরণ করা হয়।

আরও পড়ুন: “আমার সাথে টক্কর নিলেই….”, ফলাফলের পরেই রামমন্দির নিয়ে মোদীর বিরুদ্ধে গর্জন শঙ্করাচার্যের

এদিকে, একজন CRPF আধিকারিক জানিয়েছেন যে, ওই কর্মীদের পদক্রমের সর্বনিম্ন পদে নিয়োগ করা হয়েছিল এবং তাঁদের কখনও পদোন্নতি দেওয়া হয়নি। পাশাপাশি, তাঁরা প্রায় ৩০ থেকে ৩৫ বছর চাকরি করার পরে একই পদ থেকে অবসর নিতেন। তিনি জানিয়েছেন যে, বাবুর্চি এবং জল বাহক যেকোনও বাহিনীর অপারেশনের একটি অপরিহার্য অংশ। CRPF-এর প্রতিটি ব্যাটালিয়নে প্রায় ৪৫ জন কর্মী রয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপে দ্বিতীয় স্থানে থাকলেও রোহিতরাই হবেন “প্রথম”! ICC-র নিয়মে ভারতই হল “ফার্স্ট বয়”

উল্লেখ্য যে, CRPF এই কর্মীদের পদোন্নতির বিষয়ে একটি প্রস্তাব তৈরি করেছিল। যা পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে অনুমোদিত হয়েছিল। আধিকারিক জানান, এই নির্দেশের অধীনে পদোন্নতিপ্রাপ্ত ২,৬০০ জন কর্মী ১৯৮৩ থেকে ২০০৪ সালের মধ্যে নিযুক্ত হয়েছিলেন।বাকি কর্মচারীদেরও যথাসময়ে পদোন্নতি হবে বলে জানান ওই আধিকারিক।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর