এভারেস্টের চূড়ায় রোনাল্ডো

বাংলা hunt ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরাট ভক্ত রবিন নেউপানে।নেপালের এই যুবক সম্প্রতি এক অনন্য কৃতি স্থাপন করলেন।ট্রেকিং তার নেশা।মৃত্যুর হাতছানি কে উপেক্ষা করে একের পর এক দূর্গম গিরি জয় করা তার ভালোবাসর।
e5aef img 20190521 wa0003
এইবার দুই ভালোবাসা কে এক করে দিলো নেউপানে।সম্প্রতি এভারেস্টের চূড়ায় উঠেছিলেন তিনি।এবং সেখানেই দেশের পতাকার পাশাপাশি রোনাল্ডোর ছবির কোলাজ ওয়ালা একটি পতাকা ও রেখেছিলেন সাথে।এভারেস্টের চূড়োয় তার দেশের পতাকার সাথে রোনাল্ডোর কোলাজ হাতে ধরা সেই ছবি হয়েছে ভাইরাল।

সম্পর্কিত খবর