বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েক মাসে শেখ শাহজাহান (Sheikh Shahjahan) নামটার সঙ্গে বাংলার মানুষ বেশ পরিচিত হয়ে গিয়েছে। সন্দেশখালির (Sandeshkhali) ‘বাঘ’কে চেনেন না অথবা তাঁর নাম শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। বর্তমানে তিনি জেলবন্দি। সাসপেন্ডেড এই TMC নেতার বিরুদ্ধে রয়েছে একাধিক মারাত্মক অভিযোগ। এবার যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে।
গত ৫ জানুয়ারি ED পেটানোর ঘটনার পর থেকে শিরোনামে রয়েছেন শাহজাহান। এরপর সেই জন অনেকদূর গড়িয়েছে। তাঁর বিরুদ্ধে আরও নানান অভিযোগ উঠেছে। বর্তমানে আদালতের নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্ত করছে CBI। কয়েক দিন অন্তর অন্তর সেই তদন্তে উঠে আসছে একাধিক বিস্ফোরক তথ্য।
আরও পড়ুনঃ গরম অতীত, দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! সোমেই সুখবর হাওয়া অফিসের
এখন যেমন সূত্র মারফৎ জানা যাচ্ছে, ২০১৩ সালে TMC-তে যোগদান করে আগরহাটি গ্রাম পঞ্চায়েত সরবেড়িয়ায় উপ-প্রধানের দায়িত্ব গ্রহণ করেন শাহজাহান। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) এবং রাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী একজন ব্যক্তির সমর্থনে শাহজাহানের নিয়োগ হয়েছিল বলে খবর।
জানা যাচ্ছে, সন্দেশখালির ‘বাঘ’ প্রায় ১০০-র অধিক গুণ্ডাকে নিয়োগ করে। তাঁর বাড়ির আশেপাশেই থাকতো সেই গুণ্ডারা। তাঁদের দিয়েই শাহজাহান জনগণকে ভয় দেখাতো বলে অভিযোগ। ‘পোষা’ গুণ্ডাদের দিয়েই তোলাবাজি, মানুষের মনে ভয়ের সঞ্চার করার কাজ চলত বলে জানা যাচ্ছে। এমনকি জোর করে শাহজাহানের নির্দেশ মানতেও বাধ্য করা হতো। অভিযোগ, যারা এই বিরুদ্ধে যেত তাঁদের কপালে থাকতো দুর্ভোগ। শাহজাহানের আদেশ না মানলে মারধর, শারীরিক নির্যাতন থেকে শুরু করে প্রাণনাশের হুমকি অবধি দেওয়া হতো।
শাহজাহানের ‘শাগরেদ’ হিসেবে পরিচিত তথা অভিযুক্ত শিব প্রসাদ হাজরা, সিরাজউদ্দিন শেখ, শেখ আলমগির সহ আরও বেশ কয়েকজন বেআইনি আগ্নেয়াস্ত্র বহনের জন্য পরিচিত ছিল। সেই সঙ্গেই ক্ষমতা প্রদর্শনেও কখনও পিছপা হতো না তাঁরা।
উল্লেখ্য, গত মে মাসে CBI-এর তরফ থেকে শাহজাহানের বিরুদ্ধে চারশিট দাখিল করা হয়েছে। সেখানে সন্দেশখালির ‘বাঘে’র বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগ করা হয়েছে বলে খবর। শাহজাহানের পাশাপাশি আরও ৭জনের বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করা হয়েছে। ED পেটানোর যে ঘটনা ঘটেছিল, তার প্রেক্ষিতেই এই চার্জশিট দাখিল করা হয়েছে বলে খবর।