মোদী ম্যাজিক! G7 Summit-এ সবার নজর ভারতের দিকেই, ফ্যামিলি ফটোতেও নজর কাড়লেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: G7 সামিটে (G7 Summit) এবার প্রত্যেকের নজর কেড়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গত শুক্রবার রাতে G7 শীর্ষ সম্মেলনের “আউটরিচ নেশন” অধিবেশনে বিশ্বব্যাপী নেতারা একটি ফ্যামিলি ফটোর জন্য পোজ দেন। সেই সময়ে একদম সেন্টার স্টেজে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। ইনস্টাগ্রামে একটি পোস্টে, প্রধানমন্ত্রী মোদী ওই ফ্যামিলি ফটো শেয়ার করেছেন এবং লিখেছেন, “ইতালিতে @G7 শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী নেতাদের সাথে।”

ওই ছবিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সহ অন্যান্যরা ছিলেন। এর পাশাপাশি ইউরোপিয় ইউনিয়ন এবং তার বহিরাগত অতিথি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পোপ ফ্রান্সিস এবং তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকেও ওই ছবিতে দেখা গিয়েছে।

নেতৃত্বদের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী মোদী: এর আগে, প্রধানমন্ত্রী মোদী ইতালিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং পোপ ফ্রান্সিস সহ বহু বিশ্বব্যাপী প্রথমসারির নেতৃত্বদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও সারেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতালির আপুলিয়াতে G7 শীর্ষ সম্মেলনের “আউটরিচ সেশন”-এ ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী প্রযুক্তির ক্ষেত্রে একচেটিয়া ক্ষমতার অবসানের আবেদন করেন এবং বলেন যে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের ভিত্তি স্থাপনের জন্য এটিকে সৃজনশীল করা উচিত।

ভারতের লোকসভা নির্বাচনের প্রসঙ্গে করেছেন বড় মন্তব্য: প্রধানমন্ত্রী সেখানে ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে বলেছিলেন যে, নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের রূপে ভারতের জনগণ যে “আশীর্বাদ” দিয়েছেন তা হল “গণতন্ত্রের বিজয়”। প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায়, ভারতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়ার সুবিশাল ক্ষেত্রকে উপস্থাপিত করার জন্য কিছু পরিসংখ্যানও তুলে ধরেছেন।

আরও পড়ুন: রাজ্যের শিক্ষক-শিক্ষাকর্মীদের খুলে গেল কপাল! এবার মিলছে বকেয়া ১০ শতাংশের মহার্ঘ ভাতা

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন যে, ভারতে লোকসভা নির্বাচনে ২,৬০০ টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং ১০ লক্ষেরও বেশি ভোট কেন্দ্র স্থাপন করা হয়। তিনি জানান, এই নির্বাচনে ৫০ লক্ষেরও বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয় এবং ১.৫ কোটি পোলিং কর্মী নির্বাচনে অংশগ্রহণ করেন। পাশাপাশি, প্রায় ৯৭ কোটি ভোটারদের মধ্যে ৬৪ কোটি মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আরও পড়ুন: খুঁজে খুঁজে শত্রুদের করবে নিকেশ! সেনাবাহিনীর হাতে এল Nagastra-1, রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির সর্বব্যাপী ব্যবহার নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ করেছে। তাঁর মতে, “এত বড় নির্বাচনের ফলাফলও কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করা হয়।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতালির আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ছাড়াও, ইতালির তরফে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১১ টি উন্নয়নশীল দেশের নেতাদের G7 সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর