বাংলা হান্ট ডেস্ক: একদিকে যখন চলতি বছরের T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup) রীতিমতো জমে উঠেছে ঠিক সেই আবহেই সামনে এলো চরম দুঃসংবাদ। শুধু তাই নয়, ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট চলাকালীন আচমকাই প্রিয় মানুষকে হারিয়ে ফেললেন ভারতের (India) প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan)। প্রসঙ্গত উল্লেখ্য যে, এবারের T20 বিশ্বকাপে কমেন্টেটরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ইরফান।
এমতাবস্থায়, নিউইয়র্কের খেলা শেষ করে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে চলছে কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ। কিন্তু, ওই দেশে পৌঁছতেই চরম ধাক্কা পেলেন ইরফান পাঠান। শুধু তাই নয়, মর্মান্তিকভাবে মৃত্যু হল তাঁর সাথে সফররত খুবই কাছের মানুষের। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইরফানের ব্যক্তিগত মেক-আপ আর্টিস্ট ফয়জ আনসারি ওয়েস্ট ইন্ডিজের একটি সুইমিং পুলে ডুবে গিয়ে প্রাণ হারিয়েছেন।
ফয়জ উত্তরপ্রদেশের বিজনৌর জেলার নাগিনা শহরের বাসিন্দা ছিলেন। তাঁর বয়স হল মাত্র ২২। অত্যন্ত অল্প বয়সেই মুম্বইতে এসে তিনি নিজের সালোঁও শুরু করেছিলেন। আর সেখানেই নিয়মিত যাতায়াত ছিল ইরফানের। এদিকে, ফয়জের কাজ ক্রমশ ভালোলেগে যাওয়ায়, ইরফান তাঁকে ব্যাক্তিগত মেক-আপ আর্টিস্ট হিসেবেও নিয়োগ করেন।
আরও পড়ুন: বিনিয়োগ মাত্র ৮০০ টাকা! টাটা গ্রুপের হাত ধরে লাখপতি হওয়ার দারুণ সুযোগ, করবেন না মিস
জানা গিয়েছে, ইরফান আন্তর্জাতিক সফরে যাওয়ার সময়েও ফয়জকে সাথে নিয়ে যেতেন। এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় ফয়জের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ফয়জের পরিবারের সদস্য মহম্মদ আহমেদ জানিয়েছেন যে, USA বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচেও ফয়জ পাঠানের রূপসজ্জার দায়িত্ব ভালোভাবে সামলেছেন। পাশাপাশি, তিনি জানিয়েছেন ইরফান নিজে ফয়জের দেহ ভারতে পাঠাচ্ছেন। এদিকে, ফয়জের দেহ দিল্লিতে আসতে আরও দিন চারেক সময় লেগে যেতে পারে।
আরও পড়ুন: সেমিফাইনালের টিকিট প্রায় কনফার্ম! কার মুখোমুখি হবে ভারত? জেনে নিন বিশ্বকাপের শেষ চারের সূচি
আরও জানা গিয়েছে যে, ফয়জ মাত্র দু’মাস আগেই বিবাহ করেছিলেন। এমতাবস্থায়, ফয়জের স্ত্রী ও পরিবারের সদস্যরা কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছেন না। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গত ২১ জুন সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের এক হোটেলের সুইমিং পুলে ডুবে মৃত্যু হয় ফয়জের।