‘লোক এনে বিধাননগরে বসাচ্ছে’, নবান্নের বৈঠকে চরম ক্ষুব্ধ মমতা, কোপ পড়ল ‘প্ৰিয়’ সুজিতের উপর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে পুর পরিষেবার বেহাল দশা নিয়ে চরম ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক পুরসভার চেয়ারম্যানদের পাশাপাশি সুপ্রিমোর ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীরাও। বিধাননগর (Bidhannagar) পুরনিগমে ইচ্ছমতো লোক বসানো হচ্ছে, এই অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী। আর তার কোপ গিয়ে পড়ল দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) উপর।

এদিন নবান্নের বৈঠকে সুজিতকে নিশানা করে ক্ষুব্ধ মমতা বলেন, ”যেখান সেখান থেকে লোক এনে পুরসভায় কাজ দিয়ে দিচ্ছে। বসিয়ে দিচ্ছে । যেখানে সেখানে দোকান বসে যাচ্ছে অনুমতি ছাড়া।বিধাননগর পুরনিগমে নিয়োগ নিয়ে সরাসরি সুজিত বসুর অভিযোগ তুলে মমতা বলেন, যখন-তখন অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে কেন? কারণটা কী?

বিরক্তির সুরে মমতার প্রশ্ন ”এবার কি আমাকে রাস্তায় ঝাঁটা দিতে হবে?”এর সাথেই এবার লোকাল টেন্ডার সিস্টেম বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, এবার থেকে আর স্থানীয়দের হাতে টেন্ডার দেওয়া হবে না। মমতা বলেন, “আজ থেকে আমি স্থানীয়দের হাত থেকে টেন্ডারটা তুলে নিচ্ছি। কোনও টেন্ডার লোকালি হবে না। যা হবে কেন্দ্রীয়ভাবে হবে।”

এই নিয়ে কমিটি গড়ার কথাও জানালেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কমিটি করে দিচ্ছি। তাদের হাতেই তথ্য থাকবে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ভূমি, অর্থ, সেচ দপ্তরের সচিবরা সেখানে থাকবেন। পুলিশ কমিশনার, ডিজি ও এডিজিও (আইনশৃঙ্খলা) থাকবেন। কিছু হলে আমি তাদের গিয়ে ধরবো।”

Mamata Banerjee

আরও পড়ুন: DA দূরের কথা, ১৯ জুলাই ডেডলাইন! এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি কড়া নির্দেশিকা

শিলিগুড়িতে ‘জমি মাফিয়া’ থেকে জল সমস্যা সব নিয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবকেও তুলোধোনা করেন মমতা। কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষকেও প্রশ্নবাণে বিদ্ধ করেন তৃণমূল সুপ্রিমো। হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে আমলা এদিন নবান্নের লাইভ বৈঠকে কাউকেই ছেড়ে কথা বললেন না মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর