বাংলা হান্ট ডেস্ক: বর্ষা (Monsoon) প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। রোজই মেঘলা আকাশ। আর তার জেরে ভ্যাপসা গরম। জুনের শেষে এসেও ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার জন্যই আপাতত বৃষ্টির আশা দেখাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের সর্বত্র এখনও বর্ষা ঢোকেনি। যেখানে ঢুকেছে সেখানে হালকা-মাঝারি বৃষ্টি হচ্ছে। তবে তাতে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। উল্টে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত হলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
পাশাপাশি আজ বৃষ্টি হবে না কলকাতা, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে। আপাতত আগামী তিন দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রপাতের সম্ভাবনা থাকলেও বৃষ্টি হবে না বললেই চলে। বর্ষা প্রবেশ করলেও মৌসুমী বায়ু দুর্বল থাকায় এই দশা।
আজ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া এই সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনায় জারি হয়েছে সতর্কতা। আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার এক-দুই জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে কমলা সতর্কতা। ওদিকে কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা রয়েছে।