বাংলাহান্ট ডেস্ক : এবার গঙ্গার নিচ দিয়ে মেট্রো সফরের সময় অনায়াসে মোবাইলে কথা বলতে বা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন যাত্রীরা। মোবাইল ব্যবহারে আর হবে না সমস্যা। পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পরিষেবা উন্নত করার লক্ষ্যে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে। গঙ্গার নিচের সুরঙ্গে বৃদ্ধি করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার মেট্রো পথের কিছুটা রয়েছে গঙ্গার নিচে। গঙ্গা নদীর মধ্যে সুরঙ্গ তৈরি করে চালানো হচ্ছে মেট্রো। কিছুদিন আগেই ইস্ট ওয়েস্ট করিডোরের এই পরিষেবা শুরু হয়েছে। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সিস্টেম এটি। এই মেট্রো করিডোর সংযুক্ত করেছে কলকাতা ও হাওড়াকে।
আরোও পড়ুন : স্বাস্থ্য বিমার ক্লেইমের নিয়মে বিরাট পরিবর্তন IRDAI-র! এই ৬ বিধি না জানলে পড়বেন বিপাকে
প্রতিদিন হাজার হাজার যাত্রী মেট্রোয় চড়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে। তবে গঙ্গার নিচে মেট্রো প্রবেশ করলেই মোবাইল ফোন নিয়ে অনেক যাত্রী সমস্যায় পড়ছেন। যাত্রীদের অভিযোগ ছিল গঙ্গার নিচের সুরঙ্গে মেট্রো প্রবেশের সাথে সাথেই চলে যাচ্ছে মোবাইল নেটওয়ার্ক। অনেক যাত্রীর অভিযোগ ইস্ট ওয়েস্ট করিডোরে ভ্রমণ করলে কয়েক মিনিট মোবাইল সংযোগবিহীন ভাবেই থাকতে হয়।
আরোও পড়ুন : জনপ্রিয় এই পরীক্ষায় কমানো হচ্ছে ছাতির মাপ! যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকারের
সেই সময় মোবাইলে নেটওয়ার্ক থাকে না। যার ফলে ফোন করা বা ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয় না। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে এবার উদ্যোগী হয়েছে। একটি বিবৃতিতে বৃহস্পতিবার কলকাতা মেট্রো জানিয়েছে, গঙ্গার নিচে মেট্রো ভ্রমণের সময় আর সমস্যায় পড়তে হবে না যাত্রীদের। সুরঙ্গে মেট্রো প্রবেশের পর মিলবে মোবাইল নেটওয়ার্ক। ফাইভ-জি নেটওয়ার্ক পাবেন যাত্রীরা।
কলকাতা মেট্রো যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে, একটি বহুল ব্যবহৃত মোবাইল অপারেটরের নেটওয়ার্ক বসানো ছিল গঙ্গার নিচের মেট্রো স্টেশনগুলিতে। ওই সংস্থার সংযোগ যে যাত্রীরা ব্যবহার করতেন তারাই নেটওয়ার্ক পেতেন মেট্রো সফরের সময়। এবার নেটওয়ার্ক বসিয়েছে আরও একটি মোবাইল অপারেটর। ফলে এবার আরো বেশি যাত্রীরা মেট্রো সফরের সময় নিশ্চিন্তে ফোন কল ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।