অষ্টম পাশেই চাকরি! বিপুল পরিমাণ নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার, এই ভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। প্রচুর পরিমাণে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ করছে রাজ্য সরকার (West Bengal Recruitment)। শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ বা মাধ্যমিক পাশ হয়ে থাকেই আবেদন করা যাবে। রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়ায় মহিলা ও পুরুষ উভয়ই আবেদন জানাতে পারবেন। পিয়ন, নাইট গার্ড, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক সহ একাধিক পদে আবেদন গ্রহণ করা হচ্ছে। জানুন বিস্তারে।

গ্রুপ ডি (পিয়ন, নাইট গার্ড, ফারাস) পদের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। আবেদন জানাতে হলে অবশ্যই অষ্টম পাশ যোগ্যতা থাকতে হবে। অসংরক্ষিত ও ওবিসিদের জন্য ২০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের ১৫০ টাকা আবেদনমূল্য দিতে হবে। মাসিক বেতন ১৭০০০ থেকে ৪৩৬০০ টাকা।

পাশাপাশি Process Server পদের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে। অষ্টম পাশ হলেই আবেদন করা যাবে। তবে কম্পিউটার নলেজ বা সার্টিফিকেট থাকতে হবে। অসংরক্ষিত ও ওবিসিদের জন্য ২০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের ১৫০ টাকা আবেদনমূল্য জমা করতে হবে। মাসিক বেতন ২১০০০ থেকে ৫৪০০০ টাকা।

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) ও Seal Bailiff এই পদ গুলির জন্য আবেদন জানাতে হলে মাধ্যমিক পাশ করতে হবে প্রার্থীদের। পাশাপাশি কম্পিউটার নলেজ ও টাইপিং এ দক্ষ হতে হবে। আবেদনের জন্য অসংরক্ষিত ও ওবিসিদের জন্য ৩০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য ২০০ টাকা করে দিতে হবে। মাসিক বেতন হবে ২২৭০০ থেকে ৫৮৫০০ টাকা।

job employment 660 271119043143

আরও পড়ুন: SSC-র পর প্রাইমারি টেট! এবার চাকরি হারাবেন হাজার হাজার প্রাথমিক শিক্ষক? নয়া তথ্যে তোলপাড়

আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন জানাতে হলে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অর্থাৎ গ্রেজুয়েট হতে হবে। যে কোনো শাখায় স্নাতক হলেই আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার নলেজ বা সার্টফিকেট সহ MS Word ও Excel এর যাবতীয় কাজ জানতে হবে এবং টাইপিং এ দক্ষতা থাকা অবশ্যক। অসংরক্ষিত ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য ৩০০ টাকা। মাসিক বেতন ২৭৯০০-৭৪৫০০ টাকা।

উপরিক্ত পদ গুলিতে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের বয়স সর্বনিন্ম ১৮ থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতরা বয়সের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পাবেন। আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন পক্রিয়া চলবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর