কথা রাখেনি রেল! ১২ বগির বদলে কেন চলল ৯ কোচের ট্রেন? শিয়ালদায় বিক্ষোভ নিত্যযাত্রীদের

বাংলা হান্ট ডেস্ক: অফিস টাইমে শিয়ালদা ডিভিশনের (Sealdah Division) প্রায় সব ট্রেনেই ভিড়ে ঠাসাঠাসি হয়। প্রচন্ড ভিড়ের মধ্যে প্রতিদিন নিত্যযাত্রীদের অফিস টাইমে বাদুর-ঝোলা হয়েই পৌঁছাতে হয় গন্তব্য স্টেশনে। এরই মধ্যে যদি কোনো ট্রেন ৯ বগির দেওয়া হয় তাহলে ভিড়ের চাপে একেবারে দমবদ্ধ হওয়ার জোগাড় হয় যাত্রীদের।

তাই বিগত বেশ কিছুদিন ধরেই শিয়ালদা ডিভিশনের সমস্ত ট্রেনগুলি ৯ কোচের পরিবর্তে বাড়িয়ে ১২ কোচের করার দাবি জানানো হচ্ছিল। তাই যাত্রীদের সুরাহা করতেই রেল কথা দিয়েছিল জুলাই মাসের ১ তারিখ থেকেই শিয়ালদা ডিভিশনের সমস্ত লোকাল ট্রেনগুলি ১২ কোচের  হয়ে যাবে। কিন্তু মাসের প্রথম দিন সোমবার রেল কথার খেলাপ করায় ক্ষুব্ধ রেল যাত্রীরা। শিয়ালদা স্টেশনে নেমে প্রচন্ড বিক্ষোভ দেখাতে শুরু করেন সকলেই।

প্রশ্ন তুলতে থাকেন কথা দিয়েও কেন কথা রাখলো না রেল? ১২ কোচের ট্রেন দেওয়ার কথা বলেও কেন দেওয়া হল না? রেলের ঘোষণাকে অনুযায়ী নিত্য নিত্য যাত্রীরা বিশ্বাস করেছিলেন ১ জুলাই থেকেই শিয়ালদা ডিভিশনের সমস্ত ট্রেন ১২ বগির হয়ে যাওয়ায় আর দুর্ভোগ পোহাতে হবে না। কিন্তু বেলা গড়াতেই দেখা গেল সেই একই ছবি। ১২ কোচের পরিবর্তে ৯ বগির ট্রেনে সফর করতে গিয়েই সপ্তাহের প্রথম দিনেই দমবদ্ধ হওয়ার জোগাড় হয় নিত্যযাত্রীদের।

আর রেল কথার খেলাপ করায় একদল ক্ষুব্ধ যাত্রী শিয়ালদহ স্টেশনে নেমেই বিক্ষোভে ফেটে পড়েন।মুহূর্তের মধ্যেই শিয়ালদা শাখায় ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সোমবার। শিয়ালদা ডিভিশনের ১১০ টি রেকের মধ্যে ৩৮ টি ছিল ৯ বগি।  এটাই যাত্রীদের নিত্যযাত্রীদের ক্ষোভের কারণ। বিগত বেশ কিছুদিন ধরেই শিয়ালদা ডিভিশনের ৯ বগির ট্রেনগুলিকে ১২ বগি করার কাজ চলছিল।

আরও পড়ুন: রেকর্ড গরমের পর, ১২৪ বছরে তৃতীয় শুষ্কতম জুন, কেন এমন বৃষ্টির আকাল দক্ষিণবঙ্গে?

যদিও তার মধ্যে অনেক ট্রেনে ১২ বগির করা এখনও সম্ভব হয়ে ওঠেনি বলে স্বীকার করে নিয়েছে রেল। সেইসাথে ১ জুলাই থেকে শিয়ালদা ডিভিশনের সব ট্রেন ১২ বগির  হয়ে যাবে বলে আশ্বাস দেয়া হলেও সপ্তাহের প্রথম দিনেই কৃষ্ণনগর শিয়ালদা ডাউন লোকাল ছিল ৯ বগির।  তাতেই অফিস টাইমে প্রচন্ড ভিড় ঠেলতে হয় যাত্রীদের। তাই শিয়ালদা স্টেশনের নেমে বিক্ষোভ দেখান একদল নৃত্য যাত্রী।

Local 1

যাত্রীদের অভিযোগ ট্রেনগুলি নৈহাটি-ব্যান্ডেলের মধ্যে চালানোর কথা ছিল কিন্তু বাস্তবে দেখা যায় ওই ৯ কোচের ট্রেন চালানো হচ্ছে মেইন লাইনে। যার ফলে সপ্তাহের প্রথম দিনেই যাত্রীদের দুর্ভোগ ওঠে চরমে। তাই বারবার ক্ষুব্ধ যাত্রীরা প্রশ্ন তুলেছিলেন কেন কথার খেলাপ করল রেল? ১২ বগির  ট্রেন চালাবে বলে কেন চালানো হলো ৯ বগির ট্রেন? যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে রেল কর্তৃপক্ষ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর