সাপের কামড়ে মৃত কাটোয়ার মুস্থূলীগ্রামে এক মহিলার

গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া ঃ
সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলী গ্রামে।মৃত মহিলার নাম মীরা বিবি খাঁ(৩২)
স্থানীয় ও পারিবারিক সূত্রে যায়,গত বৃহস্পতিবার রাত্রিতে মশারি টাঙ্গিয়ে ঘুমাচ্ছিলেন সকলেই।
রাত্রে পিঠে একটি ডোমনাচিতি সাপে কামড়ে দেয় বলে জানা যাায়।

7fd8d img 20190524 wa0038

ছবিঃ মৃত মীরা বিবি খাঁ

বাড়ির লোকেরা কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন।কিন্তু শেষরক্ষা হয় নি।শুক্রবার হাসপাতালে মারা যান মীরা বিবি খাঁ।মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেন চিকিৎসরা।মীরা বিবির স্বামী নজরুল খাঁ,একমাত্র কন্যা রিয়া খাতুন,একমাত্র পুত্র রিয়াজ খান শোকে প্রচণ্ড মুহ্যমান হয়ে পড়েছে।রিয়া খাতুন নবম শ্রেণীর ছাত্রী।রিয়াজ খান চতুর্থ শ্রেণীতে পড়ে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত খবর