বাংলাহান্ট ডেস্ক : ফিক্সড ডিপোজিট বা এফডির থেকে ভালো সঞ্চয়ের স্কিম আর কিছু নেই। সবচেয়ে নিরাপদ হল ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। এই আমানত প্রকল্পে বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পর ভালো রিটার্ন পাওয়া যায়। স্টেট ব্যাংক (State Bank of India) এবং পোস্ট অফিস (India Post) দুই জায়গাতেই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যেতে পারে।
State Bank of India আর India Post সুদ
কিন্তু লং টার্ম এর ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বিয়ে করতে গেলে কোথা থেকে পাবেন সবচেয়ে ভালো রিটার্ন? এই প্রশ্ন অনেকের মনে। আজ জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য। চলতি মাসের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলির সুদের হার ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাস এতে কোন রকম পরিবর্তন করা হবে না বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।
আরোও পড়ুন : হু হু করে বাড়ছে দাম! রেলের এই শেয়ারই বিনিয়োগকারীদের করছে মালামাল
তাই পোস্ট অফিসে পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে আমানতকারী ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে একে একটি ব্যাংকে এক এক রকম সুদের হারে তারতম্য দেখা যায়। সবচেয়ে বড় রাষ্ট্র ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) ৬.৭৫ হারে সুদ দিচ্ছে। এই স্কিমে ২ লাখ টাকা লগ্নীতে ব্যাংক এবং পোস্ট অফিস কোথায় না বেশি পাবেন?
আরোও পড়ুন : ফের কামাল করে দেখাল ভারত! দেশের মাটিতেই তৈরি হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী “অ-পারমাণবিক” বোমা
আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে পাঁচ বছরের জন্য ২ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে, ম্যাচিউরিটির পর সুদ বাবদ ৮০ হাজার টাকা (৭৯,৫০০টাকা) পাবেন। সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট ম্যাচিউরিটি ভ্যালু দাঁড়াবে ২লাখ ৭৯ হাজার টাকা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বছরে ৭.২৫ শতাংশ সুদ দেয়। সেক্ষেত্রে তাঁরা একই পরিমাণ বিনিয়োগ করে একই সময়ের মধ্যে ৮৬ হাজার ৪৫২ টাকা পাবেন।
অর্থাৎ সুদে আসলে তা দাঁড়াবে ২ লাখ ৮৬ হাজার ৪৫২ টাকা। এক থেকে পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে পোস্ট অফিসের ক্ষেত্রে ৬.৯০ থেকে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। তাই পোস্ট অফিস এর ক্ষেত্রে পাঁচ বছরের জন্য দু লাখ টাকা ফিক্সড ডিপোজিটে রাখলে, মেয়াদ শেষে পাওয়া যাবে ৮৯ হাজার ৯০০ টাকা। সেক্ষেত্রে ম্যাচিউরিটি ভ্যালু দাঁড়াবে ২লাখ ৮৯ হাজার ৯০০ টাকা।