বাংলা হান্ট ডেস্কঃ হাতে ২৪ ঘণ্টাও নেই। রাত পোহালেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Maniktala By Election)। আর তার আগেই নাটকীয় মোড়। তৃণমূলের আহ্বায়ক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) ফোন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের (Kalyan Choubey)। আর তাতেই তোলপাড় কাণ্ড। মানিকতলায় জিততে ফোন করে তাকে ‘ঘুষে’র প্রস্তাব দিয়েছেন কল্যাণ চৌবে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ।
সাংবাদিক সম্মেলনে অডিও ‘ফাঁস’ কুণালের (Kunal Ghosh)
এদিন সাংবাদিক সম্মেলন করে ঘটা করে বিস্ফোরক দাবি করলেন কুণাল। তার কথায়, ফোনে তাকে দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দেন কল্যাণ। আর তার বিনিময়ে খেলার জগতে জাতীয় বা রাজ্যস্তরে বড় পদে বসানোর অফারও দেন এআইএফএফ সভাপতি। বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে এহেন অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। দাবি কুণালের (Kunal Ghosh)।
জানিয়ে রাখি, মানিকতলায় তৃণমূলের জয় নিশ্চিত করতে কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির আহ্বায়ক পদের দায়িত্বে বসানো হয়েছে কুণাল ঘোষকে। আর গুরু দায়িত্ব কাঁধে আসার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন কুণাল। প্রচারে ভীষণভাবে সক্রিয় তিনি। আর সেই ‘মাস্টারমাইন্ড’কে ‘দলে টানতে’ই নাকি ঘুষের প্রস্তাব দিয়ে বসলেন স্বয়ং বিজেপি প্রার্থী! এদিকে কুণালের অভিযোগ সামনে আসার পর থেকেই রীতিমতো তোলপাড় গোটা রাজ্য-রাজনীতি।
তবে শুধুই যে মুখে বলেছেন এমন নয়, মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে টেলিফোনে কথোপকথনের ‘বিস্ফোরক’ অডিও প্রকাশ্যে আনেন মোহনবাগান সহসভাপতি কুণাল (Kunal Ghosh)। তৃণমূল নেতার দাবি, রবিবার রাত সাড়ে ১১টায় কল্যাণ চৌবে তাকে ফোন ঘুষের অফার দেন।। বিনিময়ে দলে ভোটে অন্তর্ঘাতের প্রস্তাব দেওয়া হয়।
আরও পড়ুন: হাতুড়ি দিয়ে ভাঙা হয় হার্ড ডিস্ক! কার নির্দেশে? নিয়োগ দুর্নীতিতে রাঘব বোয়ালের নাম জানাল CBI
টোপ দেওয়া হয় খেলার জগতে রাজ্য বা জাতীয়স্তরে বড় পদের প্রস্তাবও দিয়েছেন বিজেপি প্রার্থী। তবে সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলেই জানিয়েছেন কুণাল। বিজেপি প্রার্থী শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এআইএফএফকে নিজের পদকে ব্যবহার করছে বলেও অভিযোগ।
প্রসঙ্গত, মানিকতলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। আর ওদিকে বিজেপি দাঁড় করিয়েছে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে। সেই কল্যাণই ভোটের কয়েক ঘণ্টা আগে অনৈতিক কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ কুণালের। এদিন কুণাল ঘোষ জোর গলায় সকলকে বলেন, এই বিজেপি প্রার্থীকে একটা ভোটও দেওয়া উচিত নয়।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…