বাংলা হান্ট ডেস্কঃ সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে বৃহস্পতিবারের গুরুত্ব অসীম! কারণ এই দিনেই বেরোয় ধারাবাহিকের (Bengali Serial) ‘রেজাল্ট’। স্টার জলসা (Star Jalsha) নাকি জি বাংলা (Zee Bangla), এই সপ্তাহে TRP তালিকায় বাজিমাত করল কোন চ্যানেলের মেগা? তা জানার জন্য মুখিয়ে থাকেন সকলে। সপ্তাহখানেকের সেই অপেক্ষা শেষে প্রকাশ্যে এসেছে এই সপ্তাহের ফলাফল (Target Rating Point)।
TRP তালিকায় কত নম্বরে কোন ধারাবাহিক (Bengali Serial)?
এই মুহূর্তে জি বাংলার পর্দায় তিনটি ধারাবাহিক (Bengali Serial) ৪৫ মিনিট ধরে চলছে। যে কারণে রেটিং একটু গোলমেলে হলেও প্রথম তিনে কোনও রকম বদল আসেনি। এই সপ্তাহেও প্রথম তিনে দেখা গিয়েছে জি বাংলার ধারাবাহিকের দাপট। চমকপ্রদ ফলাফল করেছে ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’ এবং ‘নিম ফুলের মধু’।
বর্তমানে ‘ফুলকি’তে টানটান উত্তেজনার ট্র্যাক চলছে। তার জোরেই এই সপ্তাহে বাজিমাত করেছে এই ধারাবাহিক (Bengali Serial)। ৭.৬ TRP নিয়ে বেঙ্গল টপারের শিরোপা দখল করেছে এই মেগা (Bengali Serial)। অন্যদিকে স্টার জলসার ‘বঁধুয়া’র ঝুলিতে ৪.৭। এই মুহূর্তে ‘ফুলকি’র (Phulki) গল্পে যেভাবে একের পর এক টুইস্ট আসছে, তাতে আশা করা হচ্ছে আগামী সপ্তাহেও সেরার সেরা হতে পারে এই সিরিয়াল।
আরও পড়ুনঃ ছোটপর্দা কাঁপিয়ে টলিউডে ডেবিউ! ‘মিঠাই’ সৌমিতৃষা কতদূর পড়াশোনা করেছে জানেন?
অন্যদিকে ‘দাবাং’ পর্ণার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) এবার পেয়েছে ৭.২। স্লট লিডার হলেও বেঙ্গল টপার হতে পারেনি এই সিরিয়াল। দ্বিতীয় স্থান অর্জন করেই সন্তুষ্ট থাকতে হবে তাদের। অন্যদিকে একসময় টানা বেঙ্গল টপারের শিরোপা অর্জনকারী ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) এই সপ্তাহে উঠে এসেছে তৃতীয় স্থানে। জ্যাস-স্বয়ম্ভূর সিরিয়ালের (Bengali Serial) রেটিং ৬.৭। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টপ টেন মেগার নাম।
- প্রথম- ফুলকি (৭.৬)
- দ্বিতীয়- নিম ফুলের মধু (৭.২)
- তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৭)
- চতুর্থ- কথা, কোন গোপনে মন ভেসেছে (৬.২)
- পঞ্চম গীতা এলএলবি, শুভ বিবাহ+ অনুরাগ (৬.০)
- ষষ্ঠ- উড়ান, রোশনাই (৫.৭)
- সপ্তম- মিঠিঝোরা (৪.৯)
- অষ্টম- বঁধুয়া (৪.৭)
- নবম- অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৪.৫)
- দশম- ডায়মন্ড দিদি, তোমাদের রানী (৪.২)
এদিকে অন্তিম সপ্তাহে ‘যোগমায়া’র রেটিং ৩.২। নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘পুবের ময়না’ও সেভাবে ছাপ ফেলতে পারেনি দর্শকমহলে। এই মেগার পয়েন্ট মাত্র ২.৭। এছাড়া ‘কে প্রথম কাছে এসেছি’ পেয়েছে ৪.১।