বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই মুখ ভার ‘সিটি অফ জয়’-এর আকাশের। শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে। এর জেরেই আজ ও আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথায় কোথায় ভারী বৃষ্টি?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার দিনভর হালকা বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। দু এক পশলা মাঝারি বৃষ্টিও হতে পারে। আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষণের পূর্বাভাস।
বৃষ্টি শুরু হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই সব জেলায় বৃষ্টির সাথে বজ্রপাত ও দমকা হাওয়ার দাপট থাকতে পারে। বজ্রপাতের শঙ্কায় শুধুমাত্র এসব জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
শনিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে ১৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rainfall) চলবে।
আরও পড়ুন: আর সময় নয়! সোজা সুপ্রিম কোর্টে ছুটল মমতা সরকার, সঙ্গে মারাত্মক অভিযোগ
উত্তরের আজ বৃষ্টি সামান্য কমেছে। তবে ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায়। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস। আলিপুরদুয়ারের কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। জারি হয়েছে সতর্কতা। এছাড়াও বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে।