বাংলা হান্ট ডেস্ক: বিগত বছরগুলিতে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে গরমের দাপট। যার ফলে গরমের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ছে AC (Air Conditioning)-র ব্যবহার। তবে, নিয়মিত AC ব্যবহারের ক্ষেত্রে মেনে চলতে হয় কিছু নিয়ম এবং টিপস। যার ফলে সামগ্রিকভাবে ভালোভাবে কাজ করতে পারে AC। এদিকে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বর্ষার মরশুম। বছরের এই সময়টাতে বাতাসে আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি পায়। এমতাবস্থায়, বর্ষাকালে AC (Air Conditioning) চালানোর ক্ষেত্রে একটা বিশেষ জিনিস মাথায় রাখতে হয়। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।
বর্ষাকালে AC (Air Conditioning) চালালে মাথায় রাখুন এই বিষয়টি:
প্রথমেই জানিয়ে রাখি যে বর্ষাকালে AC ব্যবহারের জন্য একটি বিশেষ মোড উপলব্ধ করা হয়। যেটির নাম হল “ড্রাই মোড”। অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন না। তবে, এটি অবশ্যই জেনে রাখা উচিত। মূলত, ড্রাই মোড হল এমন একটি বিশেষ ফাংশন যেটি AC (Air Conditioning)-তে উপলব্ধ থাকে। পাশাপাশি, এটি ব্যবহার করা হয় বৃষ্টির দিনে।
এমনিতেই, বৃষ্টির দিনে আর্দ্রতার মাত্রা অত্যন্ত বেশি থাকার কারণে এই মোড বাতাসকে শুষ্ক করে ঘরের পরিবেশকে শীতল এবং শুষ্ক রাখে। অর্থাৎ, ভালোভাবে বলতে গেলে AC (Air Conditioning)-তে থাকা “ড্রাই মোড” অপশনটি ঘরের ভেতরের বাতাস থেকে আর্দ্রতা সরিয়ে ফেলে ডিহিউমিডিফায়ারের মতো কাজ করে। এর ফলে সামগ্রিকভাবে আর্দ্র আবহাওয়ায় বাতাসকে তাজা রাখতে সাহায্য করে এই মোড।
আরও পড়ুন: টাটা-বিড়লা নয়….দেশের প্রাচীনতম ব্যবসায়িক গ্রুপ হল এটাই, নাম জানলে হয়ে যাবেন অবাক
কিভাবে কাজ করে: প্রসঙ্গত উল্লেখ্য, এই মোড যখন AC (Air Conditioning)-র ফ্যান ধীরগতিতে চলতে থাকে তখন স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসারকে কিছু সময়ের জন্য চালু এবং বন্ধ করে দেয়। মূলত, ফ্যানের ওই ধীরগতি ইভাপোরেটর কয়েলকে ঠান্ডা করার ক্ষেত্রে কাজ করে। যার ফলে বাতাসে আর্দ্রতার সংকোচনের মাধ্যমে ইউনিটের ড্রেন প্যানে জমা হয়।
আরও পড়ুন: মন থেকে ডাকলেই মা করেন ইচ্ছেপূরণ! কলকাতার “জীবন্ত কালী” শ্যামসুন্দরী খালি হাতে ফেরান না কাউকেই
অর্থাৎ, সোজা কথায় AC (Air Conditioning)-র ড্রাই মোডের কাজ হল ঘরের তাপমাত্রা কমানোর পরিবর্তে বাতাসকে শুষ্ক করে দেওয়া। এর ফলে ঘরের পরিবেশ মনোরম এবং আরামদায়ক হয়ে ওঠে। এছাড়াও, আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল ড্রাই মোড কোল্ড মোডের তুলনায় কম এনার্জি ব্যবহার করে। কারণ, এই মোডের লক্ষ্য হল ঘরকে ঠান্ডা করার চাইতে ঘরের পরিবেশে থাকা আর্দ্রতাকে কমিয়ে আনা।