বাংলা হান্ট ডেস্ক: জুলাইয়ের মাঝ পথে এসেও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কোথাও হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টি চলছে। নতুন সপ্তাহে কি ভারী বর্ষণ এন্ট্রি নেবে? আজ ছুটির দিনে কেমন থাকবে রাজ্যের জেলাগুলির আবহাওয়া? জানুন আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট (Alipore Weather Office Latest Update)।
ছুটির দিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথায় কোথায় বৃষ্টি?
আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে ১৯ জুলাই পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা। বৃষ্টি পাবে কলকাতাও। আবার কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনাও রয়েছে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দক্ষিণের জেলাগুলি।
আজ ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিকেলের পর থেকে বৃষ্টি বাড়তে পারে। সোমবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এরপর ১৭ জুলাই আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পূর্ব মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা সহ জেলায় জেলায় আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কোথাও কোথাও দোসর হতে পারে বজ্রপাতও। রবিতে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলারই কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকার প্রভাবেই বৃষ্টি হচ্ছে।
নতুন সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে। তার আগে আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুরের বিভিন্ন অংশে। অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা কোথাও নেই। টানা বৃষ্টির পর আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পরিস্থিতির উন্নতির সম্ভাবনা।