মহাকাশে ডিম পাহারা দিচ্ছে আস্ত পেঙ্গুইন! ছবি ধরা পড়তেই হুঁশ উড়ল NASA-র বিজ্ঞানীদের

বাংলা হান্ট ডেস্ক: প্রায়শই বিভিন্ন মহাজাগতিক বিষয়ের ছবি প্রকাশ করা হয় মহাকাশ গবেষণা সংস্থা NASA (National Aeronautics and Space Administration)-র তরফে। যেগুলি, রীতিমতো অবাক করে প্রত্যেককেই। সম্প্রতি ঠিক সেইরকমই এক ছবি প্রকাশ করেছে NASA। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, NASA-র তরফে প্রকাশিত ওই ছবিটিতে মহাকাশে ২ টি ছায়াপথ বা গ্যালাক্সির মিলনের ছবি দেখা গিয়েছে।

NASA-র বিজ্ঞানীরা সামনে আনলেন চমকপ্রদ তথ্য:

সবথেকে চমকপ্রদ বিষয় হল যে, ওই গ্যালাক্সিগুলির মধ্যে একটি দেখতে পেঙ্গুইনের মতো এবং নিচে থাকা গ্যালাক্সিটি দেখতে ঠিক ডিমের মতো। এদিকে, গ্যালাক্সির এই মিলনের ছবি তুলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope, JWST)। এদিকে, NASA জানিয়েছে, দু’টি গ্যালাক্সির এই মিলনের ঘটনা একটি চমৎকার দৃশ্য। জানিয়ে রাখি যে, জেমস ওয়েব টেলিস্কোপ ২০২১ সালে লঞ্চ হয়েছিল। প্রায় এক বছর পরে, এটি মহাকাশের ছবি তুলতে শুরু করে।

 NASA scientists were shocked when they caught the strange picture.

এমতাবস্থায় জানা গিয়েছে, যে দু’টি গ্যালাক্সি একত্র হচ্ছে সেগুলি হাইড্রা নক্ষত্রপুঞ্জে রয়েছে। যা পৃথিবী থেকে ৩২৬ মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। এদিকে, NASA-তে জেমস ওয়েবের সিনিয়র প্রোজেক্ট সাইন্টিস্ট জেন রিগবি জানিয়েছেন যে, উভয় গ্যালাক্সিতেই রয়েছে লক্ষ লক্ষ তারা। এই দু’টি গ্যালাক্সি একে অপরের সাথে মিলিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। মহাকাশে একাধিক ছোট গ্যালাক্সি একত্র হয়ে একটি বড় গ্যালাক্সি তৈরি করে। এখানেও একই ঘটনা ঘটছে। আমাদের গ্যালাক্সি অনেক বেশি ম্যাচিওর।

আরও পড়ুন: পার পাবে না ভিনগ্রহীরাও! এলিয়েন “ধরতে” তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ক্যামেরা, সামনে এল অবাক করা তথ্য

জানিয়ে রাখি যে, NASA-র জেমস ওয়েব এমন একাধিক গ্যালাক্সি দেখেছে এবং সেগুলির ছবি তুলেছে এবং যেগুলি বিগ ব্যাং বা তারও আগেকার। বিগ ব্যাংকে মহাবিশ্বের সূচনা বলে মনে করা হয়। এদিকে, বিজ্ঞানীরা এই পেঙ্গুইন এবং এগ গ্যালাক্সির সংযুক্তিকরণের নাম দিয়েছেন Arp 142। এই দুই গ্যালাক্সির মধ্যে অত্যধিক কুয়াশা এবং গ্যাস রয়েছে। পাশাপাশি, দু’টি গ্যালাক্সি খুব ধীরে ধীরে মিলিত হচ্ছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: এই ছবিতেই রয়েছে একটি নারকেল! ৭ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

প্রসঙ্গত উল্লেখ্য যে, পেঙ্গুইন গ্যালাক্সি আগে NGC 2936 নামে পরিচিত ছিল। জেমস ওয়েব যখন ছবিটি তোলে, তখন এটি একটি পেঙ্গুইনের আকারে উপস্থিত হয়েছিল। তাই এর নাম দেওয়া হয়েছে পেঙ্গুইন গ্যালাক্সি। এদিকে, ডিমের আকারের গ্যালাক্সির পুরনো নাম হল NGC 2937। দু’টি গ্যালাক্সির দিকে তাকালে মনে হয় একটি পেঙ্গুইন তার ডিম রক্ষা করছে। NASA-র মতে, উভয় গ্যালাক্সি প্রায় ২৫ মিলিয়ন থেকে ৭৫ মিলিয়ন বছর ধরে একে অপরের দিকে চলে আসছে। তাদের একটি গ্যালাক্সিতে পরিণত হতে কয়েক আরও কয়েক কোটি বছর লাগবে বলেও অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর