“মমতার মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আসাও উচিত ছিল না”ঃ মনোজ তিওয়ারি

 

বাংলা হান্ট ডেস্ক ঃ আজ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেউ আমন্ত্রণ জানান। সৌজন্যবোধের খাতিরে প্রথমদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন বললেও পরে নিজের সিদ্ধান্ত বদলে একটি টুইট করে জানিয়ে দেন যে তিনি উপস্থিত থাকবেন না।

এই প্রসঙ্গে, মমতাকে চরমভাবে কটাক্ষ করে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, ওঁর আসাও উচিত ছিল না।

d73cb aa cover l4mou4875p1vdolbq3nmmvorf5 20180729051142

উনি যেভাবে লোক তন্ত্র নষ্ট করে হিংসা ছড়িয়ে খুন করিয়েছেন তার পরে এই ধরনের সভাতে কারোর সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলার ক্ষমতা নেই মমতার”। ঠিক এই ভাষাতেই তিনি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী কে।

সম্পর্কিত খবর