বাহা থেকে লবঙ্গ! কোথায় হারিয়ে গেলেন বাংলা সিরিয়ালের এই ৪ জনপ্রিয় অভিনেত্রী? রইল খবর

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। সিরিয়ালপ্রেমী মানুষরা দু’হাত ভরে ভালোবাসা দিয়েছেন তাঁদের। তা সত্ত্বেও একটি বা দু’টি ধারাবাহিকের (Bengali Serial) পর ছোটপর্দা থেকে দূরে সরে গিয়েছেন অনেকে। বাহা থেকে শুরু করে লবঙ্গ সেই তালিকায় নাম রয়েছে অনেকের। টেলিভিশন থেকে দূরে আজ তাঁরা কী করছেন? সেই হদিশই তুলে ধরা হল।

কোথায় হারিয়ে গেলেন বাংলা সিরিয়ালের (Bengali Serial) এই নায়িকারা?

ঈশা সাহা (Ishaa Saha)- ছোটপর্দায় অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন ঈশা। স্টার জলসার ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। লবঙ্গ নামেই তিনি পৌঁছে গিয়েছিলেন বাংলার ঘরে ঘরে। এরপর অভিনেত্রীর সামনে খুলে যায় টলিউড এবং ওয়েব দুনিয়ার দরজা। ‘প্রজাপতি বিস্কুট’, ‘সোয়েটার’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সহ একাধিক হিট সিনেমা এবং বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন ঈশা।

Bengali serial actress Ishaa Saha

রণিতা দাশ (Ranieeta Dash)- ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকের বাহাকে নিশ্চয়ই মনে আছে? এই চরিত্রে অভিনয় করে অগুনতি মানুষের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী রণিতা দাশ। এরপর ‘ধন্যি মেয়ে’, ‘সোহাগী সিঁদুর’ সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন তিনি। তবে বর্তমানে টেলিভিশন ছেড়ে রণিতা বড়পর্দায় নিজের ভাগ্য পরীক্ষা করাচ্ছেন বলে খবর।

আরও পড়ুনঃ বিয়ের ৩ বছরের মাথায় বিচ্ছেদ! ঘর ভাঙছে বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় নায়িকার? নামটা চমকে দেবে

Bengali serial actress Ranieeta Dash

সুপর্ণা মালাকার (Suparna Malakar)- স্টার জলসার ‘মেঘের পালক’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন সুপর্ণা। এখন আর সেভাবে তাঁকে ছোটপর্দায় দেখা যায় না। প্রথম বাংলা ধারাবাহিকে ব্যাপক জনপ্রিয়তা পেলেও সুপর্ণা এখন হিন্দি ও পাঞ্জাবি সিরিয়ালে অভিনয় করেন বলে খবর। কয়েকদিন আগে একটি বাংলা ওয়েব সিরিজেও তাঁকে দেখেছেন দর্শকরা।

Bengali serial actress Suparna Malakar

জয়িতা সেন (Joyita Sen)- ২০১৩ সালে ‘মৌচাক’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন জয়িতা। এরপর আর ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে। শোনা যায়, প্রথম ধারাবাহিকের (Bengali Serial) পর অভিনয় ছেড়ে চাকরিতে যোগ দেন তিনি। ২০১৭ সালে গাঁটছড়াও বেঁধেছেন বলে খবর। এখন চাকরি আর সংসার, এই দুই নিয়েই ব্যস্ত জয়িতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর