বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গসহ ঝাড়খন্ড, উড়িষ্যা, বিহার ও অন্যান্য রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য উঠে আসছে বড় সুখবর। সম্প্রতি একটি নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) (Steel Authority of India Limited)।
স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) (Steel Authority of India Limited) ট্রেনি নিয়োগ
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনটি বিভাগে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ৪০০টি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দেশের যে কোনও প্রান্তের বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারেন। এই প্রতিবেদনে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হল।
আরোও পড়ুন : কেটে দিন মাথা, তবুও দিব্যি বেঁচে পারবে এই প্রাণীটি! জানতেন আপনি? উত্তর শুনলে মাথা চুলকোবেন
পদের নাম : স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) ট্রেড শিক্ষানবিশ, টেকনিশিয়ান শিক্ষানবিশ ও গ্রাজুয়েশন শিক্ষানবিশ পদে এই নিয়োগ করবে।
শূন্য পদের সংখ্যা : মোট শূন্য পদের সংখ্যা 400টি (ট্রেড শিক্ষানবিশ ২১৩ টি,
টেকনিশিয়ান শিক্ষানবিশ ১৩৬ টি,
গ্র্যাজুয়েশন শিক্ষানবিশ ৫১ টি)।
আরোও পড়ুন : বিতর্কে নীল-শ্যামৌপ্তির অমর সঙ্গী! শুরুর আগেই সম্ভাব্য স্লট ঘিরে তুমুল জলঘোলা
শিক্ষাগত যোগ্যতা : আইটিআই, বিটেক, ডিপ্লোমা উত্তীর্ণরা এখানে আবেদন জানাতে পারবেন। ট্রেড শিক্ষানবিশ পদে আইটিআই উত্তীর্ণ,
টেকনিশিয়ান শিক্ষানবিশ পদে ডিপ্লোমা উত্তীর্ণ ও
গ্র্যাজুয়েশন শিক্ষানবিশ পদে বিটেক উত্তীর্ণদের নিয়োগ করা হবে।
বয়সসীমা : ১৮ থেকে ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। স্টীল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনের লিংকে ক্লিক করতে হবে। তারপর খুলে যাবে আবেদন পত্রের পেজ। সেখানে সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদন পত্র। স্ক্যান করে আপলোড করতে হবে নথি। সবশেষে ভেরিফাই করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ইচ্ছুক প্রার্থীরা ১০ আগস্ট ২০২৪ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
নিয়োগ পদ্ধতি : জানা গেছে ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে।